জাবিতে লোকগান ২৩শে ফেব্রুয়ারি

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৬ সময়ঃ ৫:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২২ অপরাহ্ণ

তহিদুল ইসলাম, জাবি প্রতিনিধি:


9e406b06-654c-4c89-adb0-a8ef49575372জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোকগানের আসর “ভাব সায়রের নাইয়া” অনুষ্ঠিত হবে আগামী ২৩ শে ফেব্রুয়ারি।

জাবির উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

সোমবার দুপুরে “সুস্বর” এর সভাপতি জলি আক্তার এবং সাধারণ সম্পাদক শুভ কর্মকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে জানানো হয়।

সঙ্গীতমুখী সংগঠন “সুস্বর” তার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাবির মুক্ত মঞ্চে লোকগানের এ আসরের আয়োজন করতে যাচ্ছে।উক্ত অনুষ্ঠানে “সুস্বর” ছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রিত গানের দল “লোকগান”।

উল্লেখ্য, শুদ্ধ সঙ্গীত প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০১৩ সালে জাবিতে আত্মপ্রকাশ করে “সুস্বর”। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্নধরণের সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করে যাচ্ছে সঙ্গীত মুখী এ সংগঠনটি।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G