ট্রেনের ভেতর হৃদরোগে মারা যান অভিনেতা মিজু

প্রথম প্রকাশঃ মার্চ ২৮, ২০১৭ সময়ঃ ৬:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৫ অপরাহ্ণ

চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মিজু আহমেদ ট্রেনের ভেতর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মিজু আহমেদের বয়স হয়েছিল ৬৩ বছর।

সোমবার রাত ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

 অমিত হাসান বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে করে দিনাজপুরের উদ্দেশে রওনা হন মিজু আহমেদ। ট্রেন তেজগাঁও স্টেশন যাওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে বিমানবন্দর স্টেশনে নামানোর পর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ অমিত হাসান আরো বলেন, ‘বিমানবন্দনে নামানোর পরই তিনি মারা যান। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক।’

১৯৫৩ সালের ১৭ নভেম্বর মিজু আহমেদ কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। মিজু আহমেদের জানাজা আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ওমর সানি। তিনি বলেন, জানাজা শেষে কুষ্টিয়ায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রতিক্ষণ/এডি/তপু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G