প্রতিক্ষণ ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। জাকসুর ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক (জিএস), দুটি যুগ্ম সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২০টি পদে তারা বিজয়ী হয়েছেন।
ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের প্যানেলের আবদুর রশিদ (জিতু), যিনি ৩,৩৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের আরিফ উল্লাহ পেয়েছেন ২,৩৯২ ভোট। এছাড়া ভিপি পদে বাগছাস–সমর্থিত প্যানেলের আরিফুজ্জামান উজ্জ্বল পেয়েছেন ১,২১১ ভোট।
জিএস পদে ৩,৯৩০ ভোটে জয়ী হয়েছেন ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের মো. মাজহারুল ইসলাম। এজিএস (পুরুষ) পদে বিজয়ী হয়েছেন ফেরদৌস আল হাসান (২,৩৫৮ ভোট) এবং এজিএস (নারী) পদে জয়ী হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা (৩,৪০২ ভোট)।
শিক্ষা ও গবেষণা, পরিবেশ, সাহিত্য, সাংস্কৃতিক, ক্রীড়া, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্যসহ বিভিন্ন সম্পাদক পদেও ছাত্রশিবির–সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। এর বাইরে বাগছাস–সমর্থিত এবং স্বতন্ত্র প্রার্থীরাও কিছু পদে জয় পেয়েছেন।
নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের রায়ের প্রতি সবাইকে সম্মান দেখাতে হবে এবং নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মিলিতভাবে কাজ করবেন।
ফল ঘোষণার আগমুহূর্তে জাকসু নির্বাচন কমিশনের সদস্য রেজওয়ানা করিম পদত্যাগ করেছেন। অধ্যাপক রাশিদুল আলম জানিয়েছেন, তিনি কয়েকদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে কাজ করেছেন, তাই ফল ঘোষণার সময় পদত্যাগ করা আশ্চর্যের।
এই নির্বাচনের ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে, যেখানে ছাত্রশিবির–সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল প্রাধান্য পেয়েছে।