প্রতিক্ষণ ডেস্ক
অমর একুশে বইমেলা ২০২৬ ঐতিহ্যের ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারিতেই আয়োজনের দাবিতে ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যে’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রকাশক, লেখক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠকেরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক মফিজুর রহমান লালটু এবং সঞ্চালনা করেন বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম। স্বাগত বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) পরিচালক আবুল বাশার ফিরোজ শেখ, প্রকাশক ও সংস্কৃতিকর্মী সৈয়দ জাকির, প্রগতি লেখক সংঘের সহসভাপতি শামসুজ্জামান হীরা, কবি ও গীতিকার হাসান ফকরি, গণসংস্কৃতি কেন্দ্রের জাকির হোসেন, জাতীয় কবিতা পরিষদের সবুজ মনির, গবেষক আবু সাঈদ তুলু, লেখক মনজুর শামস, নাট্যকর্মী হামজা আনোয়ার, শুভাশিস দত্ত তন্ময়, জয়া শহীদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও প্রকাশকরা।
বক্তারা বলেন, “বাংলা একাডেমি এবারের অমর একুশে বইমেলা ফেব্রুয়ারি মাসে না করে স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত হতাশাজনক। একই সময়ে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে পারে, অথচ ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত এই বইমেলা স্থগিত রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তারা আরও বলেন, “একুশে বইমেলা শুধু বই বিক্রির মেলা নয়; এটি আমাদের ভাষা আন্দোলন, স্বাধীনতা ও স্বাধিকার চেতনার প্রতীক। এর বিকল্প সময় নির্ধারণ করলে ঐতিহ্যের ধারাবাহিকতা নষ্ট হবে এবং সৃজনশীল চিন্তার পরিসর সংকুচিত হবে।”
সভায় বক্তারা আহ্বান জানান, বাংলা একাডেমি যেন ফেব্রুয়ারিতেই বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়। প্রয়োজনে শুধুমাত্র নির্বাচনের দিন বইমেলা বন্ধ রেখে বাকি দিনগুলোতে স্বাভাবিকভাবে আয়োজনের ব্যবস্থা করা হোক—এমন দাবি জানান তাঁরা।