খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারিকুল আলম তেনজিং-এর উদ্যোগে দোয়া মাহফিল

প্রথম প্রকাশঃ নভেম্বর ২৬, ২০২৫ সময়ঃ ৮:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

সন্দ্বীপে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় নিবার্হী সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং এর বাড়িতে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও যুব সংগঠক আবুল কালাম আজাদ বলেন, ‘ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা শুধু বিএনপি নয়, সমগ্র জাতির প্রত্যাশা।’

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আরিফ উদ্দীন রিয়াদ বলেন, ‘বিএনপির কেন্দীয় নিবার্হী সদস্য (দপ্তরে সংযুক্ত) জননেতা তারিকুল আলম তেনজিং ভাইয়ের পক্ষ হতে আজকের এই দোয়া মাহফিলে সকল শ্রেনীর মানুষ এসে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। মহান আল্লাহ যেন উনাকে সুস্থ করে দেন- এই কামনা করি।’

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল  মোনাজাতে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী এমদাদুর রহমান আলমগীর, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফেরদৌস, উত্তরজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সহ-সভাপতি আরিফ উদ্দিন রিয়াদ, সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলাম ওমর, সাবেক সহ-সভাপতি আবদুর রহমান, উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহাবুব রকি, উত্তরজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন রিয়াদ, উড়িরচর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম জাবেদ, মগধরা ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাষ্টার গোফরান উদ্দিন, গাছুয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ বাদশাহ, বাউরিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক টিটু হায়দার, উপজেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক কারী মোহাম্মদ ইউসুফ আলী, বাউরিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি প্রার্থী এরশাদ উল্লাহ, উপজেলা ও পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়কগণসহ বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। এছাড়া উপস্থিত ছিলেন ডাঃ আবদুল করিম, মুরাদ হোসেন, মোহাম্মদ রফিক আবদুল আজিজ আবেদ প্রমুখ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G