প্রতিক্ষণ ডেস্ক
সারাদেশের নয়টি সিনেমা হলে আজ শুক্রবার (৩১ অক্টোবর) মুক্তি পেয়েছে সবুজ খান পরিচালিত নতুন সিনেমা ‘বেহুলা দরদী’। টাঙ্গাইল ও আশপাশের জেলায় একসময় জনপ্রিয় ছিল বেহুলা-লখিন্দরের কাহিনিকে কেন্দ্র করে গীতিনাট্য বেহুলা নাচারি পালা। সেই ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির ধারক এক দলের গল্প নিয়েই তৈরি হয়েছে ‘বেহুলা দরদী’। নির্মাতা সবুজ খান জানান, চলচ্চিত্রটি বর্তমানে লায়ন সিনেমাস, গ্রান্ড রিভারভিউ, ম্যাজিক মুভি থিয়েটার, সুগন্ধা, মাধবী, নবীব, বনুতা, মিলন ও রাজ সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। গল্পে দেখা যাবে, নাগবাড়ির বেহুলা নাচারি দলের প্রধান ভোলা মিয়া দলটিকে টিকিয়ে রাখতে সংগ্রাম করছেন। প্রতিযোগিতায় বারবার হারায় দলটির সম্মান নিচে নেমে গেছে। এই অবস্থায় সম্মান ফিরিয়ে আনতে ও প্রতিযোগিতায় জিততে ভোলা মিয়ার নানা চেষ্টা নিয়েই এগিয়েছে কাহিনি। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, সূচনা সিকদার, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আফফান মিতুল ও সানজিদা মিলা। নির্মাতা সবুজ খান বলেন, ‘বিলুপ্তপ্রায় এক লোকসংস্কৃতিকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরাই ছিল এই সিনেমার মূল উদ্দেশ্য। আশা করছি, দর্শক গল্পে পুরোনো দিনের আবহ খুঁজে পাবেন।’