প্রতিক্ষণ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম নগরের পলিটেকনিক মোড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহানগর ছাত্রদলের সাবেক সহ–সম্পাদক সাইফুল ইসলাম সাইফের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয় তারেক রহমানের সুস্থতা ও কল্যাণ কামনা করে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মো. শাহাদাত হোসেন, মহানগর যুবদল নেতা মো. মাসুদ, টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি মো. রাকিব উদ্দিন, সদস্য সচিব মো. শাহাবুদ্দিন, ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বেলালসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এ ছাড়া সাইফুল ইসলাম সাইফের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
সাইফুল ইসলাম সাইফ বলেন, “দেশনায়ক তারেক রহমান আমাদের অহংকার। তাঁর নির্দেশনা অনুসারে আমরা এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। আগামী নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে জনমত তৈরিতে কাজ করছি।”
তিনি আরও জানান, জন্মদিনে কেক কাটতে তারেক রহমান নিষেধ করায় তারা সবাই মিলে তাঁর জন্য দোয়া করেছেন এবং দলের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছেন।