অদ্ভুত যত আইন !

প্রকাশঃ সেপ্টেম্বর ২৯, ২০১৫ সময়ঃ ৯:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

law

পৃথিবীর বিভিন্ন দেশে অদ্ভুত কিছু আইন-কানুন রয়েছে। এইসব আইনের অনেকগুলোই করা হয়েছে বহু বছর আগেই। আসুন জেনে নেই কিছু অদ্ভুত আইন-কানুনের কথা।

১. সল্ট লেকে কাগজের ব্যাগ অথবা ভায়োলিন হাতে রাস্তায় হাঁটা অবৈধ।

২. ফ্লোরিডায় কেউ পাবলিক প্লেসে স্ট্র্যাপলেস গাউন পরলে জরিমানা করা হয়।

৩. সাউথ ক্যালিফোর্নিয়াতে রবিবার স্ত্রীকে প্রহার করা নিষেধ।

৪. নিউ ইয়র্কে উঁচু দালান থেকে লাফিয়ে পড়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড।

৫. ক্যালিফোর্নিয়ার সান ফ্র্যান্সিস্কোতে ব্যবহৃত আন্ডারওয়্যার দিয়ে গাড়ি মোছা নিষিদ্ধ।

৬. ফ্রান্সে ‘ইটি’ এর পুতুল বিক্রি করা নিষিদ্ধ। আইন অনুযায়ী ফ্রান্সে মানুষের আকৃতি ছাড়া অন্য কোনো পুতুল বিক্রি করা যায় না।

৭. সামোয়া তে স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়াটা অপরাধ হিসেবে গণ্য করা হয়।

৮. ইংল্যান্ডে পার্লামেন্ট হাউজে মৃত্যুবরণ করা আইনে নিষিদ্ধ।

৯. ইংল্যান্ডে রানীর ছবি সম্বলিত স্ট্যাম্প উলটা করে লাগানো নিষিদ্ধ।

১০. টেক্সাসে খালি পিস্তল দিয়ে কাউকে ভয় দেখানো বেআইনি।

১১. অস্ট্রেলিয়ায় খাওয়ার জন্য পালিত হচ্ছে এমন পশুর নামকরণ করা বেআইনি।

১২. পর্তুগালে সমুদ্রে মূত্রত্যাগ করা কে আইন করে নিষিদ্ধ করা হয়েছে।

১৩. আরকানসাস এ কোনো নারীর দ্বিতীয় বিয়েতে সাদা গাউন পরা নিষিদ্ধ।

১৪. ক্যান্টাকিতে পকেটে কোন আইসক্রিম বহন করা আইনত দণ্ডনীয়।

১৫. সাউথ ডাকোটাতে পনিরের ফ্যাক্টরিতে ঘুমিয়ে পড়া নিষিদ্ধ।

১৬. সিঙ্গাপুরে চুইংগাম ইলিগ্যাল।

১৭. অ্যারিজোনায় উট শিকার করা বেআইনি।

১৮. ইসরাইলে রবিবার নাক খোঁচানো দণ্ডনীয় অপরাধ।

১৯. টেক্সাসে নিজের চোখ নিজে বিক্রয় করা নিষিদ্ধ।

২০. তুরস্কে ৮০ বছরের বেশি বয়সীদের পাইলট হওয়া বেআইনি।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G