আসছে নতুন প্রশ্নপত্র

প্রথম প্রকাশঃ মে ১১, ২০১৫ সময়ঃ ১১:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

SSC-or-HSC-exam-eligibilityশিক্ষা ক্ষেত্রে দূনীর্তি কমিয়ে শিক্ষার মান বাড়ানোর লক্ষ্যে নিয়োগ পদ্ধতির পর এবার প্রশ্নপত্রে পরিবর্তন আনছে সরকার।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে প্রশ্নপত্রের কাঠামো পরিবর্তনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। আগামী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে।

নতুন প্রণীত প্রশ্নপত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় স্তরের নৈর্ব্যক্তিক পরীক্ষায় ১০ নম্বর কমে রচনামূলক প্রশ্নে ১০ নম্বর বাড়তে পারে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে ২০১৭ সালে অনুষ্ঠেয় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কার্যকর করা হবে।

মূলত পরীক্ষার হলে শিক্ষকদের নকল সরবরাহ বন্ধে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। একই সঙ্গে নকল বন্ধ এছাড়াও সাব-সেন্টার প্রথা বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

জানা যায়, মূলত নকল সমস্যা সমাধানের জন্য প্রশ্নপত্রের কাঠামোতে পরিবর্তন আর ফাঁস ঠেকাতে পরীক্ষার সময়সীমা কমানোর প্রস্তাব আসে। এই দুটি দিকে নজর দিতে গিয়ে এসএসসি ও এইচএসসির পাঠ্যবইয়েও সংস্কার আনতে হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G