ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত জাবি শিক্ষার্থীরা

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৬ সময়ঃ ৩:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৫ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি

ijhkhজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলসহ বিভিন্ন স্থানে ওয়াইফাই’র ব্যবস্থা থাকলেও তার ন্যূনতম সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। ‘কচ্ছপ গতির ইন্টারনেট’ খ্যাত অত্যন্ত ধীরগতির ওয়াইফাই সুবিধা দীর্ঘদিন ধরে অচল থাকার কারণে এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে দেখা গেছে, জাবির বিভিন্ন আবাসিক হলসহ বিভিন্ন স্থানে ওয়াইফাই ব্যবস্থা থাকলেও তা সচল নেই। মাওলানা ভাসানী হলসহ কয়েকটি স্থানের রাওটারের সাথে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মত সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা অনেকাংশে ইন্টারনেটভিত্তিক হয়ে যাওয়ায় এর কোন বিকল্প নেই। তাছাড়া দৈনন্দিন বিশ্বের খবরাখবর রাখার জন্য ইন্টারনেটের দরকার পড়ে। বাংলাদেশে ইন্টারনেট অত্যন্ত উচ্চমূল্যের হওয়ায় ওয়াইফাই মাধ্যমে ইন্টারনেট সংযোগ শিক্ষার্থীদের একমাত্র আশ্রয়স্থল।

জাবির ইন্টারনেট অত্যন্ত ধীরগতির হলেও তা দিয়ে কোনরকমে ব্যবহার করতেন শিক্ষার্থীরা । তবে সেটি বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। ক্যাম্পাসে ইন্টারনেট সংযোগ না থাকায় ২৪ জানুয়ারি এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বিবৃতির পর শিক্ষকদের ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হলেও আবাসিক হলগুলোতে ইন্টারনেট সংযোগ এখনো বন্ধ রয়েছে।

এদিকে, দীর্ঘদিন ধরে ওয়াইফাই বন্ধ থাকায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। মাওলানা ভাসানী হলের কয়েকজন শিক্ষার্থী ক্ষোভের সাথে বলেন, ‘ইন্টারনেটে কোন কাজ করতে হলে এক মিনিটের কাজ কয়েক মিনিট লাগে, এতে প্রচুর সময় অপচয় হয়’। হলের অফিসে অভিযোগ করেও কোন লাভ হচ্ছে না বলে জানান তারা। ইন্টারনেট অত্যন্ত ধীরগতির হওয়ায় প্রয়োজনের তাগিদে নিরুপায় হয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা মাসিক ৪৫০-৫০০ টাকায় ব্রডব্যান্ড লাইন ব্যবহার করছেন। আর যাদের সেই সামর্থ্য নেই তারা হয়ে পড়েছেন নিরুপায়।

ওয়াইফাই সংযোগ বন্ধের ব্যাপারে জানতে চাইলে হল প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান বলেন, ‘আবাসিক হলে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার বিষয়টি ইন্টারনেট ম্যানেজম্যান্টকে অবহিত করা হয়েছে। তারা ব্যবস্থা নিবে।’

ইন্টারনেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, জাবির ইন্টারনেট সরবরাহের দায়িত্বে আছে বিডি রেন। তাদের লাইনে সমস্যা থাকায় সংযোগ ঠিক করার জন্য তারা প্রশাসনের কাছে আরও একমাস সময় চেয়েছে। ‌‌শিক্ষার্থীর জন্য উচ্চগতির ইন্টারনেট সুবিধা দেওয়ার জন্য একটি কমিটি গঠিত হয়েছে বলেও জানান তিনি।

জাবির রেজিস্টার আবু বকর সিদ্দিক বলেন, ‘সব শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত ইন্টারনেট সুবিধা এখনই সরবরাহ করা সম্ভব না। তবে উচ্চগতির ওয়াই-ফাইয়ের মাধ্যমে সব শিক্ষার্থীর জন্য ইন্টারনেট সুবিধা দেওয়া যায় কি না সে ব্যাপারে বিডি রেনের সাথে কথাবার্তা চলছে’।

উল্লেখ্য, জাবির প্রতিটি আবাসিক হল, লাইব্রেরি ও প্রশাসনিক ভবনসহ বিভিন্ন গুরুপ্তপূর্ণ স্থানে ওয়াইফাই ব্যবস্থা আছে।
 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G