একই দলে খেললেন মা ও ছেলে!

প্রকাশঃ জুন ২৬, ২০১৬ সময়ঃ ১১:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

cricket mum.jpg.galleryছেলে খুব ভালো ক্রিকেট খেলছে। সামনে তার উজ্জ্বল ভবিষ্যত। তাই ছেলেকে অনুপ্রাণিত করতে বছর দুয়েক আগে মাও শুরু করলেন ক্রিকেট খেলা। কিন্তু খেলা শুরু করার দিন নিশ্চয়ই তিনি ভাবেননি ছেলেকে সাথে নিয়ে এক বিরল রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি।

গত সপ্তাহে রবিবারে ল্যাঙ্কাশায়ারের লেঘ ক্রিকেট ক্লাবের হয়ে একই ম্যাচে খেলে ভিন্ন রকমের রেকর্ড গড়লেন মা ও ছেলে! ইংল্যান্ডে মা ও ছেলের একই সাথে একই দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলার প্রথম নজির গড়লেন তারা।

হেলেন স্মিথের বয়স ৪৭। তার ছেলে ১৪ বছরের লিউক। অন্যান্য দিনের মতো এদিনও ছেলেকে ক্রিকেট মাঠে নিয়ে এসেছিলেন হেলেন। খেলা শুরুর আগে দেখা গেল লেঘ ক্লাবের একজন খেলোয়াড় কম। একাদশ গড়া যাচ্ছে না। কি করা যায়! লিউক ও তার দলের ক্যাপ্টেন মিলে হেলেনকে মাঠে নেমে পড়ার প্রস্তাব দিলেন।

মাঠে নেমে উইকেটকিপিংও করলেন হেলেন। দর্শকরাও সাদরে নিয়েছে তার পারফরম্যান্স। তাদের ক্লাব ড্র করতে পেরেছে। ক্লাবটির নারী দলে খেলে থাকেন হেলেন। ম্যাচের পর দারুণ উচ্ছ্বসিত হেলেন বললেন, “আগে কখনো শুনিনি যে কোনো মা ও ছেলে একসাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো ম্যাচ খেলেছে। মনে হয় এর আগে কখনো এমনটা ঘটেনি।”

২০১৫ সালে অস্ট্রেলিয়ায় কিছুটা এ ধরণের ঘটনা ঘটেছিল। এক পরিবারের ৩ সদস্য একই সাথে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খেলেছিলেন। তারা ছিলেন বাবা, মা ও ছেলে। সু ও রে বাবা-মা। মিচেল তাদের ছেলে। ক্রেইগবার্ন ক্রিকেট ক্লাবের হয়ে তারা একসাথে একটি ম্যাচ খেলেছিলেন।

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G