এবার ঈদেও থাকছে মাহফুজুর রহমান

প্রথম প্রকাশঃ জুলাই ১২, ২০২১ সময়ঃ ৬:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৭ অপরাহ্ণ

ঈদ মানেই বিভিন্ন টেলিভিশনের বর্ণিল আয়োজন। নাটক, টেলিফিল্ম, সিনেমা, সংগীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে দেশীয় টেলিভিশনগুলো। সব আয়োজনের মধ্যে কিছু বিশেষ অনুষ্ঠানের দিকে নজর থাকে দর্শকদের।

দর্শকদের জন্য এবারের ঈদেও গাইবেন ড. মাহফুজুর রহমান। তার এবারের অনুষ্ঠানের নাম ‘তোমাকেই চাই’। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠানটি। এমনটাই জানা গেছে এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগ সূত্রে।
এবারের অনুষ্ঠানে থাকছে মোট ১১টি গান। গানগুলোর গীতিকার ও সুরকার মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানগুলো হলো- বাঁচতে পারবো না, তোমাকেই চাই, খুব বেশি ভালোবাসি, এ বুকে শুধু তুমি, কেন দূরে থাকো, খুব সহজে, ভাবি আমি যতবার, সুখের রঙ, তুমি আমার, ভেবেছিলে তুমি এবং চাঁদ রুপসী শিরোনামের গান।
এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ণ করা হয়েছে গানগুলো। ড.মাহফুজুর রহমান দেশের মিডিয়া জগতের পুরোধা ব্যক্তিত্ব। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার একক সঙ্গীতানুষ্ঠান।
এর আগে গেল ঈদে ‘সুখে থাকো তুমি’ শিরোনামের একক সংগীতানুষ্ঠান প্রচার হয়েছিল মাহফুজুর রহমানের। ওই অনুষ্ঠানটিও সাজানো হয়েছিল ১০টি গান নিয়ে। নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমানের লেখা গানগুলোতে সুর করেছিলেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ।
এর আগে ২০১৬ সালের ঈদুল আজহায় ‘হৃদয় ছুঁয়ে যায়’ গানের অনুষ্ঠান নিয়ে প্রথমবার পর্দায় হাজির হয়েছিলেন ড. মাহফুজুর রহমান। তখন থেকেই আলোচনায় তিনি। পরের বছর ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ নামের অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি। এর কিছুদিন পর ‘স্মৃতির আলপনা আঁকি’ নামে আরেকটি গানের অনুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে হাজির হন ড. মাহফুজ।
ড. মাহফুজুর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। বিশ্ব বাঙালির কাছে দেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরেছে চ্যানেলটি। প্রতিষ্ঠার পর থেকেই তারুণ্যের উচ্ছ্বাসকে এগিয়ে নিচ্ছেন ড. মাহফুজুর রহমান। তার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে নতুন গানের শিল্পী। সঙ্গীতের প্রতি অসম্ভব ভালোবাসা থেকে ড. মাহফুজুর রহমান নিজেই গানের ভুবনের সঙ্গে যুক্ত হয়েছেন।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G