খানসামায় বিতর্ক প্রতিযোগিতা

প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ১৬, ২০১৫ সময়ঃ ৭:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

bitorkoদিনাজপুরের খানসামায় শিশু বিবাহ প্রতিরোধে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর রোজ বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা এসইউপিকে ও প্ল্যান বাংলাদেশের সহযোগিতায় উপজেলার ছাতিয়ানগড় স্কুল এ্যান্ড কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় ছাতিয়ানগড় স্কুল এ্যান্ড কলেজ ও জবেদা বেগম উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে।

স্কুল ম্যানেজম্যান্ট কমিটির সভাপতি বাবু প্রমথ চন্দ্র রায়ের সভাপতিত্বে ওই প্রতিযোগিতায় উপজেলা একাডেমিক সুপারভাইজার সরিফুল কায়সার, প্ল্যানের আসমা আনোয়ার তন্দ্রা, এসইউপিকে প্রতিনিধি প্রশান্ত রায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার বিষয় ছিল ‘তথ্য প্রযুক্তির ব্যবহার অনেক ক্ষেত্রের শিশু সুরক্ষার অন্তরায়’।

এই বিষয়ের পক্ষে ছাতিয়ানগড় স্কুল এ্যান্ড কলেজ এবং বিপক্ষে জবেদা বেগম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পক্ষের বক্তারা তথ্য প্রযুক্তির বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে নানা যুক্তি উপস্থাপন করে বিজয়ী হয়।

পরে অতিথি ও বিচারকগণ বিজয়ী দল ও শ্রেষ্ঠ বক্তাসহ অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G