খালেদার আবেদন নাকচ,পরবর্তী শুনানী ২৭ এপ্রিল

প্রকাশঃ এপ্রিল ১৩, ২০১৭ সময়ঃ ২:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১১ অপরাহ্ণ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও বিচারক কামরুল আহসান মোল্লার প্রতি অনাস্থা জানিয়েছেন খালেদা জিয়া। তবে তা নাকচ করে দিয়েছেন বিচারক। এ মামলার পরবর্তী শুনানির জন্য ২৭ এপ্রিল নির্ধারণ করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার পর এ বিষয়ে কামরুল আহসান মোল্লার আদালতে শুনানি শুরু হয়।

শুনানির শুরুতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আদালতকে বলেন, এই মামলায় যখন অভিযোগ গঠন করা হয় তখন বিচারক আপনি কামরুল আহসান মোল্লা দুর্নীতি দমন কমিশনের পরিচালক ছিলেন। মামলাটি করেছেও দুদক। তাই এ মামলার শুনানির এখতিয়ার আপনার নাই। এখানে শুনানি হলে ন্যায়বিচার হবে না। তাই এ মামলার আদালত পরিবর্তন প্রয়োজন। খালেদা জিয়া আপনার প্রতি অনাস্থা জানিয়েছেন। তাই মামলা পরিবর্তনের আদেশ দেন।

পরে আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনেন।

শুনানি শেষে বিচারক বলেন, আমি মামলা পরিবর্তনের আদেশ দিতে পারব না। আপনারা উচ্চ আদালত থেকে আদেশ নিয়ে আসেন।

এরপরই বিচারক মামলা ২৭ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন। এখন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানি শুরু হবে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত এক কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি।

জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

প্রতিক্ষণ/ এডি/শাঅা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G