গুহার মাঝে আধুনিক জীবন-যাপন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৭ সময়ঃ ৬:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

BGDK00 Interior of a cave dwelling in the town of Guadix, Province of Granada, Andalusia (Andalucia), Spain, Europe.দক্ষিণ স্পেনের গ্রানাডা প্রদেশের একটি শহর গুয়াদিক্স। ছোট্ট এ শহরের মূল আকর্ষণ এখানকার গুহাবাড়ি। মাটির নিচে গুহার মতো করে বানানো এসব বাড়িতে এখানকার স্থানীয়রা বাস করে আসছে শত শত বছর ধরে। হাজার বছর আগে বানানো এ বাড়িগুলোকে গুহাবাড়ি বলার কারণ হলো, বাড়িগুলো তৈরি করা হয়েছে পাহাড়ের গায়ে পাথর কেটে।

guadix 02গুয়াদিক্সের এসব গুহাবাড়ি মাটির নিচে বানানো হলেও এগুলোতে সুযোগ-সুবিধা কিন্তু এখনকার আধুনিক বাড়ির চেয়ে কোনো অংশেই কম নয়। কোনো কোনো বাড়িতে রয়েছে মার্বেল পাথরের তৈরি মেঝে, আধুনিক সব রান্নাঘর আর বাথরুম, এমনকি ইন্টারনেটের ব্যবস্থাও।

শুধু থাকার বাড়িই নয়, গুয়াদিক্সের এসব গুহাবাড়ির অনেকগুলোতেই রয়েছে রেস্তোঁরা, দোকানপাট, হোটেল ও গির্জা।

মাটির নিচে থাকায় এসব বাড়ির তাপমাত্রা দিনে থাকে কম, রাতে বেশ গরম থাকে ঘরের ভেতর। এ কারণে বিংশ শতাব্দী পর্যন্ত মানুষের বসবাসের জন্য বেশ জনপ্রিয় ছিল এসব গুহাবাড়ি।

তবে আস্তে আস্তে এখানকার অনেক বাসিন্দা পুরনো বাড়ি ছেড়ে আরো আধুনিক বাড়িতে পাড়ি জমানো শুরু করে। পর্যটকদের কাছেও খুব জনপ্রিয় এগুলো। অনেকেই আসেন এখানে ঘুরতে, অনেকেই ছুটি কাটানো ও আয়ের জন্য শখ করে কিনে নেন এই গুহাবাড়ি।

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G