ঘূর্ণিঝড় মোরা : এখনো ৪৫ জেলে নিখোঁজ

প্রকাশঃ জুন ৪, ২০১৭ সময়ঃ ৪:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫২ পূর্বাহ্ণ

কক্সবাজার প্রতিনিধি:

প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় ‘মোরা’র কবলে পড়ে নিখোঁজ হওয়া কক্সবাজারের মহেশখালীর পুটিবিলা এলাকায় জেলে পরিবারে শোকের মাতম চলছে।গত ২৯ মে মোরা’র আঘাতে চার ট্রলারডুবিতে ৮২ জনের মধ্যে এখনো ৪৫ জেলে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজের স্বজনরা জানিয়েছে, পুটিবিলা এলাকার মরহুম মোহাম্মদ আলী পুত্র স্থানীয় পৌর কাউন্সিল আব্দুল শুক্কুর এর মালিকানাধীন এফ. বি. সায়েদ, এফ.বি. ওয়ালিদ-১, এফ.বি ওয়ালিদ-২, ও একই এলাকার হাজি মোশারফ আলী পাড়া গ্রামের নুরুল আলম প্রকাশ বাঁশি মাঝির মালিকানাধীন এফবি গাউছিয়া নামক ৪টি ফিশিং ট্রলার নিয়ে প্রায় ৮২ জন জেলে ২৪ ও ২৫ মে সাগরে মাছ ধরতে যান।

২৯ মে প্রাকৃতিক ঘুর্ণিঝড় ‘মোরা’র সিগন্যালের পর অসতর্কতার কারণে ৩০ মে ভোর রাতে ‘মোরা’র কবলে পড়ে চারটি ফিশিং ট্রলার সাগরে ডুবে যায়। এ সময় ৪টি ফিশিং ট্রলারে মোট ৮২ জন জেলে ছিলেন। ১ জুন ভারত থেকে বাংলাদেশে ত্রাণবাহী নৌ-জাহাজ সুমিত্রা ৩৩ জন জেলেকে সাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

পরে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। উদ্ধার হওয়াদের মধ্যে আবু সিদ্দিক নামে এক জেলে মৃত্যুবরণ করেন।

অপরদিকে টেকনাফের অদূরে বাংলাদেশ নৌ-বাহিনীর সদস্যরা হাবিব উল্লাহ, নিয়ামত উল্লাহ, আবু বক্কর ও আব্দু ছালামসহ ২০ জনকে ২ জুন উদ্ধার করে। এখনো ৪৫ জেলে সাগরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের বিষয়ে মহেশখালী থানায় ১২১০ নং/১৭ ইং ও ৬২/১৭ নং মূলে পৃথক দুটি ডায়েরি করেন ট্রলার মালিক।

একই গ্রামে ৪৫ জন নিখোঁজ হওয়ায় এলাকায় শোকের মাতম চলছে। নিখোঁজ জেলেরা হলেন- পুটিবিলা এলাকার আমানুল করিম, ইয়াছিন, নুরুল হোসেন, খলিল আহাম্মদ, কবির, আহাম্মদ শাহাব মিয়া, গোলাম হোছন, শহিদুল্লাহ, মোক্তার, আরফাত, মো. জহির, মামুন, মমতাজ বাবুর্চি, শুক্কুর, আমান উল্লাহ, ফরিদুল আলম, মিজান, নজরুল ইসলাম, আমান উল্লাহ, এহেচান, মীর কাশেম, সার্জান, সোহেল, এমরান, জাবের, আনছার ড্রাইভার, বেলাল, সাবাহ, উদ্দিন, নুরুল আহমদ, খুশিল্যা, মলই, নুরুল হোছন, রফিক, কালুয়া মাঝি, আজাদ, শামসুল, এয়াদেত উল্লাহ, ছৈয়দ উল্লাহ, জাবেদ উল্লাহ, ফজল করিম, শহিদুল্লাহ, ইছাহাক, জনি, আলতাজ, মোতালেব, আবু হামিদ, খাইরুল আমিন।

এ ব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের উদ্ধার অভিযান চলমান রয়েছে। স্থানীয় চেয়ারম্যান ও মেয়র তালিকা প্রদান করলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G