চবিতে ডিসকু’র দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রথম প্রকাশঃ এপ্রিল ১৩, ২০১৭ সময়ঃ ২:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৮ অপরাহ্ণ

মিনহাজুল ইসলাম তুহিন, চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন ‘ডিজেবলড স্টুডেন্টস সোসাইটি অব চিটাগং ইউনিভার্সিটি (ডিসকু)’ এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বুধবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে বিশিষ্ট সমাজ বিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেন, প্রতিটি বিভাগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আলাদা সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন তোমাদের সকল সমস্যা আমি সবার সাথে আলোচনা করে সমাধান করব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রকল্প ‘এ টু আই’ এর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি ইনক্লুসিভ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে। আর এই প্রকল্পের আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে। চবি উপচার্য প্রতিবন্ধীদের বিভিন্ন দক্ষতার প্রশংসা করে বলেন,তারা যখন কোন অনুষ্ঠানে বক্তব্য দেয় তখন আমি নিজেই অবাক হয়ে তাদের বক্তব্য শুনি।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, বিশিষ্ট কথা সাহিত্যিক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট কথা সাহিত্যিক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, আমি ডিজেবলদের প্রতিবন্ধী বলবো না। এরা হলো বিশেষ চাহিদা সম্পন্ন। প্রতিবন্ধীদের তুচ্ছ তাচ্ছিল্য না করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তিনি সকলকে আহবান জানান।

প্রবীণদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা এখান থেকে বের হয়ে থেমে থাকবে না, জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিসকুর সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড. সেকান্দর চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রকল্প ‘এ টু আই’ এর পরামর্শক ভাস্কর চক্রবর্তী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও চিটাগং ব্লাইন্ড ক্লাবের সভাপতি লায়ন্স দিদারুল আলম, বিশিষ্ট দার্শনিক ও দর্শন বিভাগের অধ্যাপক ড. শফিকুল আলম, সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. শোয়েবের রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. ফরিদ উদ্দীন আহামেদ, আইন অনুষদের ডিন এ বি এম আবু নোমানসহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা, সাংস্কৃতিক,  ক্রীড়া ও কর্মসংস্থানে অধিকার আদায়ের লক্ষ্যে ২০০৭ সালের এই দিনে ডিসকু প্রতিষ্ঠিত হয়।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G