চবিতে ২৩তম ব্যাচের পুর্ণমিলনী অনুষ্ঠিত

প্রথম প্রকাশঃ অক্টোবর ১০, ২০১৫ সময়ঃ ৬:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৫ অপরাহ্ণ

চবি প্রতিবেদক

cuচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২৩তম ব্যাচের পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুর্নমিলনীর শুভ উদ্বোধন করেন ।

এ সময় উপাচার্য তার ভাষণে বলেন, চবি হচ্ছে একটি ব্রান্ড। ২৩তম ব্যাচ হচ্ছে সেই ব্রান্ডের এম্বেসেডর। এ ব্যাচের শিক্ষার্থীরা দেশের সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দিন দিন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর হচ্ছে। অত্যাধুনিক আইন অনুষদ নির্মান করা হয়েছে। বর্তমানে ৪২টি বিভাগ রয়েছে। যুগের চাহিদা অনুযায়ী নতুন নতুন বিভাগ চালু করা হচ্ছে।

তিনি এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ২৩তম তম ব্যাচের সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে এবং বেলুন উড়িয়ে পূনর্মিলণীর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে বাণিজ্য অনুষদের অডিটরিয়ামে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চবি ২৩তম ব্যাচের শিক্ষার্থী এবং চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, পুনর্মিলণী কমিটির আহ্বায়ক সৈয়দ সিরাজুল ইসলাম কমু, সদস্য-সচিব আছলাম মোরশেদ, সদস্য এস এম রাশেদুল আলম, মাহবুবুল হক সুমনসহ প্রমুখ।

এছাড়াও রাতে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে এক মেজবান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G