চুয়েটের ওয়াই-ফাই ইন্টারনেটে ইউটিউব বন্ধ

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ২:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150226123639_20130653130953wCTG CUET UPচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব পাল জানালেন, ‘একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে এখানকার শিক্ষার্থীদের গবেষণামূলক কাজে যুক্ত থাকতে হয়। এসব কাজের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন নির্দেশনা (টিউটোরিয়াল) ইউটিউব থেকে পাওয়া যায়।হলের ওয়াই-ফাই নেটওয়ার্ক দিয়ে ইউটিউব দেখতে না পারায় আমাদের খরচ করে অন্য ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে হচ্ছে।’

আবাসিক হলগুলোতে তারহীন ওয়াই-ফাই প্রযুক্তির ইন্টারনেট সুবিধা থাকলেও চুয়েটের ওয়াই-ফাই নেটওয়ার্কে দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা হয়েছে এই ওয়েবসাইটটি।

এ ব্যাপারে চুয়েটের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি দপ্তরের পরিচালক মো. তাজুল ইসলাম বলেন, ‘এ মুহূর্তে আমাদের ইন্টারনেটের ব্যান্ডউইডথ স্বল্পতা রয়েছে।ইউটিউবের মতো ওয়েব ঠিকানা খুলে দিলে পুরো বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট গতি ধীর হয়ে যাবে। অচিরেই আরও দুটি নতুন সার্ভার যুক্ত করে ইউটিউব খুলে দেওয়ার ব্যবস্থা করব।’
প্রতিক্ষণ/এডি/কামরুল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G