জাবিতে ছাত্রফ্রন্টের মিছিল ও সমাবেশ

প্রথম প্রকাশঃ জানুয়ারি ১৩, ২০১৬ সময়ঃ ৭:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৮ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি

সমাবেশজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধার্যকৃত বিভাগ উন্নয়ন ফি প্রত্যাহারের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে থেকে মিছিলটি শুরু হয়ে রেজিস্ট্রার ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিভিন্ন বিভাগে প্রথম বর্ষের ছাত্র ভর্তিতে এ ফি ধার্য করা হয়েছে বলে জানা যায়।

সমাবেশে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের এ্যাক্টের কোথাও বিভাগ উন্নয়ন ফি নেয়ার কথা উল্লেখ নেই এবং বিভাগ উন্নয়ন ফি বিশ্ববিদ্যালয়ের রশিদে লেনদেন হয় না। একারনে বিভাগ উন্নয়ন ফি সম্পূর্ন অবৈধ।

সুস্মিতা মরিয়ম বলেন, এই ধরনের ফি আরোপ পাবলিক বিশ্ববিদ্যালয়ের চরিত্রের পরিপন্থী। বাংলাদেশে একজন শ্রমিকের যেখানে ন্যুনতম ৫,৩০০ টাকা মজুরিতে পরিবারের ভরণপোষণ করা দায় সেখানে এই অর্থের পরীক্ষা দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ন্যায্য শিক্ষা থেকে বঞ্চিত করবে।

এসময় তিনি অবিলম্বে এই অবৈধ বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবি জানান।

সমাবেশে অবিলম্বে বিভাগ উন্নয়ন ফি প্রত্যাহার না হলে ১৮ তারিখ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন এবং তাতেও ফি বাতিল করা না হলে ব্যাংক ঘেরাও করে ২৬ তারিখে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া স্থগিতের কর্মসূচি ঘোষণা করা হয়।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বিভাগগুলো অবৈধভাবে ফি আদায়ের পাশাপাশি প্রতিবছর এ ফি বৃদ্ধি করছে। এবছর এ বৃদ্ধির পরিমাণ ৩০-৪০%। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে মেধার পরীক্ষা দেয়ার পর শিক্ষার্থীকে আবার অর্থনৈতিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে।
বিভাগ উন্নয়ন ফি বিশ্ববিদ্যালয়ের রশিদে সংগ্রহ না হওয়ায় শিক্ষার্থীদের কাছ থেকে বিভাগগুলো ইচ্ছেমতো টাকা নিচ্ছে এবং বিভাগের আর্থিক উন্নয়ন করা শিক্ষার্থীর দায়িত্ব নয় তাই এটি অবৈধ উল্লেখ করে উপচার্যের কাছে অনতিবিলম্বে এই বিভাগ উন্নয়ন ফি প্রতাহারের দাবি জানানো হয় স্মারকলিপিতে।

এসময় উপস্থিত ছিলেন শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক হেলাল অনিক, সাংগঠনিক সম্পাদক তৌহিদ হাসান শুভ্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক উজ্জ্বলসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। সমাবেশ শেষে তারা ভিসি বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G