জাবিতে হল ছাড়ছেন শিক্ষার্থীরা

প্রথম প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৬ সময়ঃ ৫:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৩ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি

2424151জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির চলমান আন্দোলনের কারণে কয়েকটি বিভাগের নির্ধারিত চূড়ান্ত পর্বের পরীক্ষা স্থগিত হওয়ায় হল ত্যাগ করছে শিক্ষার্থীরা ।

জাবি পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, এরকম ১০টি বিভাগের নির্ধারিত ১৯টি চুড়ান্ত পর্বের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং আরও ৬টি বিভাগের পরীক্ষা স্থগিত হওয়ার পর্যায়ে রয়েছে।

পরীক্ষা স্থগিত হওয়া বিভাগগুলোর মধ্যে রয়েছে- আইবিএ দ্বিতীয় বর্ষ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের পিএইচডি ও মাস্টার্স, ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির দ্বিতীয় বর্ষ।

এছাড়া নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দ্বিতীয় বর্ষ, পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষ ও গণিত বিভাগের চতুর্থ বর্ষ, সরকার ও রাজনীতি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের প্রথম বর্ষ, প্রত্নতত্ব বিভাগের প্রথম বর্ষ, এমফিল ও পিএইচডি, বাংলা বিভাগের দ্বিতীয় ও চতুর্থ এবং এমফিল ও পিএইচডির চূড়ান্ত পরীক্ষা।সেই সাথে এমবিএ এবং সকল ধরণের সান্ধ্যকালীন কোর্সের সকল ক্লাস-পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

ধারনা করা হচ্ছে এ আন্দোলন আর কিছুদিন চলতে থাকলে ফার্মেসী বিভাগের চতুর্থ বর্ষ, লোক-প্রশাসন ও অর্থনীতি বিভাগের প্রথম বর্ষ, নৃবিজ্ঞান বিভাগের এমফিল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষ ও ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষ চূড়ান্ত পর্বের পরীক্ষাও স্থগিত হতে পারে।

এদিকে, ক্লাস পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাছাড়া নির্ধারিত সময়ে পরীক্ষা না হওয়ায় নিরুপায় হয়ে শীতকালীন ছুটি শুরু হওয়ার আগেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন।

কয়েকজন শিক্ষার্থী শিক্ষকদের চলমান আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, এ আন্দোলন চলতে থাকলে স্থগিত হওয়া পরীক্ষা নতুন করে দেওয়া তারিখেও নেওয়া সম্ভব হবে না। তাই হল ত্যাগ করছেন তারা।

জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. খবির উদ্দিন বলেন, ‘দাবী মেনে নিলেই এই সমস্যার সমাধান মূহুর্তেই হয়ে যাবে। তাই সমস্যা সমাধানের জন্য সরকারের উচিত আমাদের যৌক্তিক দাবীগুলো মেনে নেওয়া।’

উল্লেখ্য, অষ্টম জাতীয় বেতন কাঠামোয় পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসংগতি দূর করার দাবিতে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে একাত্ব হয়ে আন্দোলন করে আসছে জাবি শিক্ষক সমিতি।

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G