জাবির জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

প্রথম প্রকাশঃ আগস্ট ২, ২০১৫ সময়ঃ ৪:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪১ অপরাহ্ণ

মঈনুল ইসলাম রাকীব,জাবি প্রতিনিধি:

ju‘জাতীয় মৎস্য সপ্তাহ’ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জলাশয়ে আজ রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা ছাড়া হয়। রবিবার সকাল ১১ টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. শেলীনা আফরোজা এই মাছের পোনা অবমুক্ত করেন।

অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অফিসার ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে বিনামূল্যে প্রাপ্ত রুই, কাতলা ও মৃগেল মাছের ৭ হাজার পোনা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস সংলগ্ন জলাশয়ে ছাড়া হয়। মাছের পোনা অবমুক্ত করার পর সচিব ড. শেলীনা আফরোজা ক্যাম্পাস পরিদর্শন করেন। এসময় উপাচার্যসহ অন্যরা তার সাথে উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G