ডেমোক্র্যাটিকের মনোনয়ন পেলেন হিলারি

প্রকাশঃ জুলাই ২৭, ২০১৬ সময়ঃ ১১:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

hilary_121525

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। তার এই মনোনয়ন পাওয়ার মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের ২৪০ বছরের ইতিহাসে প্রধান কোনো রাজনৈতিক দলের প্রথম নারী প্রার্থীর হিসেবে নতুন এক ইতিহাস রচিত হলো।

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে দেশটির পেনসিলভানিয়া রাজ্যের ফিলাডেলফিয়া শহরে অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে (ডিএনসি)-২০১৬তে তাকে এই মনোনয়ন দেওয়া হয়। বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

এর আগে সম্মেলনের প্রথম দিনে স্যান্ডার্সের সমর্থকরা হিলারি ক্লিনটনের মনোনয়নের বিরুদ্ধে শ্লোগান দিয়ে সম্মেলনে বিঘ্ন ঘটিয়েছিল।

এই কনভেনশনে হিলারি ক্লিনটনের প্রার্থিতা নিয়ে ডেমোক্রেট দলে স্পষ্ট বিভক্তি ফুটে উঠতে দেখা গেছে। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান করে চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করলেন হিলারি।

মনোনয়নপত্র নিয়ে হিলারি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘কী অবিশ্বাস্য সম্মান আপনারা আমাকে দিয়েছেন। আমি বিশ্বাসই করতে পাচ্ছি না। এটা সত্যিই আপনারদের বিজয়, এই রাত আপনাদের বিজয়ের রাত।’

বিল ক্লিনটন তার বক্তব্যে বলেন, সাবেক ফার্স্ট লেডি, পররাষ্ট্রমন্ত্রী ও নিউইর্য়ক সিনেটর হিলারাই হবেন যুক্তরাষ্ট্রের সত্যিকারের চেঞ্জ মেকার।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G