“দাবি আদায় হলে তবে বাড়ি আসবি”

প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ১১, ২০১৫ সময়ঃ ১২:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

MAবেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সাথে যোগ দেন এক মা ।দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা না ছাড়ার কথা বলেন তিনি। আর ছেলেকে বলেন, বাবা দাবি আদায় হলে তবে বাড়ি আসবি। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি চোখের পানি আটকে রাখতে পারেননি।

বেসরকারি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির উপর মূসক প্রত্যাহারের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করা শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে আসা এই অভিভাবক বলেন, আমার ছেলেকে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে পারিনি। বাধ্য হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হয়েছে।

তিনি বলেন, নিজে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছি।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাত্রাতিরিক্ত খরচ বহন করতে করতে আমি এমনিতেই ক্লান্ত। তার উপর বাড়তি টাকা! আমি আজ আমার ছেলেকে তোমাদের কাছে রেখে যাচ্ছি, তোমরা দাবি আদায় করেই বাড়িতে ফিরবে।

তথ্য: চ্যানেল আই

প্রতিক্ষণ/এডি/এএইচকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G