দু’তলা থেকে পড়ে আহত চবির ছাত্রী

প্রথম প্রকাশঃ আগস্ট ৪, ২০১৫ সময়ঃ ৩:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৯ অপরাহ্ণ

ক্যাম্পাস প্রতিবেদক

cuচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সমাজ বিজ্ঞান অনুষদের দু’তলার রেলিং থেকে পড়ে গুরুতর আহত হয়েছে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাসনিয়া আফরোজ তৃষা। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অফিসের কর্মচারীরা জানায়, সকালে ডিন অফিসের পেছনে গুরুতর অবস্থায় এক ছাত্রীকে পড়ে থাকতে দেখে নিরাপত্তা কর্মীদের খবর দিলে তারা এসে ছাত্রীটিকে উদ্ধার করে। প্রথমে তাকে চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তার কোমরে আঘাত পেয়েছে বলে জানা যায়।

তার বন্ধুরা জানায়, সে মাঝে মাঝেই সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের রেলিয়ে হাঁটা হাঁটি করে। আজও সে ভবনের দু’তালার রেলিয়ে হাঁটতে গেলে পড়ে যায়। আমরা নিষেধ করলেও সে আমাদের নিষেধ শুনেনি।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি খ ম আলী জানায়, সে আগে বেশ কয়েকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আমি তার বাবাকে বিষয়টি নিশ্চিত করি। এর পরেও সচেতন না হওয়ায় এ ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে সে কেন এমন করেছে তা এখনো জানা যায়নি।

প্রতিক্ষন/ এডি/ সজল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G