নবীনদের বরণ করলো শেকৃবি

প্রথম প্রকাশঃ জানুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ১১:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৭ পূর্বাহ্ণ

SBAUশেকৃবি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে সোমবার সকাল ১০টায় এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যোলয় উপাচার্য প্রফেসর শাদাত উল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, ট্রেজারার প্রফেসর ড. মো. হযরত আলী। এছাড়া রেজিস্টার, তিন অনুষদের ডিন, প্রক্টর, আবাসিক হলের প্রভোস্টরাসহ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক কর্মচারীরা অংশ নেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন নবীনবরণ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. পরিমল কান্তি বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শেকৃবি বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ। যুগোপযোগী ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ পদে যোগ্যতার স্বাক্ষর রাখছে।

বক্তারা আরো বলেন, কৃষিবিদদের অবদানের কারণেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছে। পাশাপাশি দেশের বাইরে চাল রপ্তানি করছে।

অনুষ্ঠানটিতে প্রাক্তন ছাত্রীরা নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। অনুষ্ঠান শেষে স্ব স্ব অনুষদের নবীন শিক্ষার্থীদেরকে স্বংশ্লিষ্ট বিভাগগুলোসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G