পানির বুকে ‘আশ্চর্য’ সংসার!

প্রকাশঃ জুন ১৫, ২০১৫ সময়ঃ ৭:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০১ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

Wayne_Adams_and_Catherine_King_live_in_their_turquoiseনাগরিক জীবনের যান্ত্রিক সভ্যতা থেকে বহু দূরে পানিতেই তাদের সংসার। খাবার পানির ব্যবস্থা হয়ে যায় পাহাড়ি ঝর্না থেকে । শীতকালে যেহেতু ঝর্নার পানি খুব ঠাণ্ডা হয়ে যায়, তাই পান করা হয় বৃষ্টির পানি । ফল, শাক-সবজি সবই নিজেদের বাগানের।

দুই সন্তানকে নিয়ে কানাডিয়ান দম্পতি ওয়েইন অ্যাডামস ও ক্যাথরিন কিং এর সাজানো সংসার পানিতেই। ভাসমান এই বাড়িতে তাদের বসবাস দু’দশকেরও বেশি। শহর থেকে অনেক মাইল দূরে ব্রিটিশ কলম্বিয়ার তোফিনো উপকূলে ১৯৯২ সালে ভাসমান বাড়িটি তৈরি করেন ওয়েইন অ্যাডামস ও ক্যাথরিন কিং।

একেবারে নির্জনে প্রকৃতির কোলে একাধিক গ্রিন হাউস তৈরি করেন তারা। সবই কাঠের। মাথা গোঁজার জায়গার পাশাপাশি তাদের খাদ্যের উৎসও প্রকৃতি। নিজেরাই ভাসমান বাগান তৈরি করেছেন। সেখানে বিভিন্ন শাক-সবজি, ফলের চাষ হয়।

King_left_and_Adams_right_have_lived_on_the_structure_for_moreপানিতে তারা বানিয়েছেন একটি খামারবাড়িও। সেখানে মুরগি পালন চলে দিব্যি। বাইরের কোনো জন্তু-জানোয়ার মুরগির লোভে যাতে না হানা দেয়, তার জন্য প্রতিরক্ষার ব্যবস্থাও রয়েছে।

ঘরে বিদ্যুতের সংস্থান সূর্যের আলো। সৌরবিদ্যুৎ তৈরি করেই যাবতীয় বিলাসিতা। রয়েছে একটি ভাসমান লাইটহাউসও। দেশ-বিদেশের নানা শিল্পকলা, ফুলের গাছ দিয়ে সাজানো। তবে স্বাধীনভাবে বসবাস করলেও অতিথি আপ্যায়নে কোনো কমতি রাখেন না অ্যাডামস ও কিং।

অনেকেই তাদের খোঁজ পেয়ে ‘আশ্চর্য’ সংসার দেখতে ভিড় করেন তোফিনো উপকূলে। কিং দম্পতির আতিথেয়তায় সবাই মুগ্ধও হন। সূত্র: ডেইলি মেইল

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G