বাউবি’র এস.এস.সি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ১২:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

123বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি পরীক্ষা-২০১৩ এর ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৬০ দশমিক ৯৩। এ বছর ১ম ও ২য় বর্ষে অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৩৯ হাজার ৫ শত ৩০ জন।
চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী (২য় বর্ষ) ৪৯ হাজার ১ শত ২২ জন শিক্ষার্থী থেকে মোট ২৯ হাজার ৯ শত ৩১ জন শিক্ষার্র্থী কৃতকার্য হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২৮,৫১৬ জন পুরুষ এবং ২০,৬০৬ জন মহিলা।
পুরুষ পরীক্ষার্থী পাশের হার ৫৮.৩৬ এবং মহিলা পরীক্ষার্থী পাশের হার ৬৪.৪৯, এছাড়া ১ম বর্ষের পরীক্ষায় মোট ৯০ হাজার ৪ শত ০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ফলাফল বাউবি’র সকল স্টাডি সেন্টারে পাওয়া যাবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল bou.ac.bd  এবং ১ম ও ২য় বর্ষের ফলাফল exam.bou.edu.bd  ঠিকানায় পাওয়া যাবে। এছাড়াও SMSএর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য boustudent ID (11digits without any space, for example 10023810001) লিখে বাংলালিংক এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ পাঠাতে হবে।
উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর ২০১৪ পরীক্ষা শুরু হয়ে ২৪ অক্টোবর, ২০১৪ তে এ পরীক্ষা শেষ হয়।
প্রতিক্ষণ/এডি/রাহাত

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G