বেড়াতে গিয়ে রাবির শিক্ষার্থীর মৃত্যু

প্রথম প্রকাশঃ আগস্ট ৪, ২০১৫ সময়ঃ ৫:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৬ অপরাহ্ণ

ক্যাম্পাস প্রতিবেদক

ruবন্ধুদের সঙ্গে নাটোরের হালতি বিলে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী জাহিদ হাসান বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। একই ঘটনায় আরো দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আলিফ জাহান রিপন, বৈশাখী আকতার।  রিপনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত জাহিদের বাড়ি পাবনার সাথিয়ায়। নিহত ও আহতদের নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান জানান, মঙ্গলবার সকালে নাটোরর হালতি বিলে বেড়াতে যায়। তারা সেখানে নৌকার ওপর আনন্দ-উল্লাস করছিল। একপর্যায়ে জাহিদ ভারসাম্য হারিয়ে পড়ে যেতে গেলে সে পাশের বিদ্যুতের তার ধরে ফেলে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়।

এসময় তার দুই বন্ধু রিপন ও বৈশাখী তাকে ছাড়ানোর জন্য জড়িয়ে ধরলে তারাও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। পরে নাটের হাসপতালে নেওয়ার পথে জাহিদ মারা যান। আহত রিপন ও বৈশাখীকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরো বলেন, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিভাগের কয়েকজন শিক্ষক নাটোরের পথে রওনা হয়েছেন।

প্রতিক্ষণ/এডি/সজল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G