বৈচিত্রময় হিজাব

প্রকাশঃ জুলাই ৭, ২০১৫ সময়ঃ ৪:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৭ পূর্বাহ্ণ

2হিজাবের সাথে আধুনিক পোশাকের একটা মিশেল লক্ষ্য করা যায় । মুসলিম রাষ্ট্রগুলোতে নারীরা সাধারণত স্কার্ফ বা হিজাব পড়েন৷ মাথার চুল ঢেকে রাখাই এই হিজাবের মুখ্য উদ্দেশ্য৷

কিন্তু বর্তমানে এটি যেন ফ্যাশান অনুষঙ্গ হয়ে উঠেছে৷ আর তার ফলে ফ্যাশান মঞ্চেও এখন উঠে এসেছে হিজাব৷হিজাব আসলে কোনো প্রতিবন্ধকতা নয়৷ এই ঢিলাঢালা পোশাকে শরীর ঢেকে রাখার পাশাপাশি আপনি কতটা আভিজাত্য ফুটিয়ে তুলতে পারেন, এর মাধ্যমে সেটাই প্রকাশ পায়৷ আর তার সঙ্গে সঙ্গে এটা বেশ আরামদায়ক পোশাক৷

দিনকে দিন বাড়ছে হিজাবের কদর। হিজাব এখন আর শুধু পর্দা করার কাজে আটকে নেই, ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আর তাই ব্যবসায়ীরাও ক্রেতার চাহিদার ভিত্তিতে বাজারে নিয়ে আসছে নানা ধরণের হালফ্যাশনের হিজাব।

শুধু দেশেই তৈরি হচ্ছে না, বিদেশ থেকে বিশেষত মধ্যপ্রাচ্য থেকে হিজাব আসছে বাংলাদেশে। ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপনীগুলোতে গড়ে উঠেছে হিজাবের দোকান। বর্তমানে সব বয়সী নারীরাই হিজাব পরছেন।

অনেকে ছোট্ট শিশুটিকেও হিজাব পরাচ্ছেন। এতে একদিকে যেমন বাইরের ধুলাবালি থেকে ত্বক ও চুলের সুরক্ষা হচ্ছে, অন্যদিকে ফ্যাশনে এসেছে নতুনত্ব।

হিজাব পরার টিপস:    হিজার পরার ক্ষেত্রে পোশাক বাছাইয়ের বিষয়টিও গুরুত্বপূর্ণ। হিজাব পরতে পারেন শাড়ি, কামিজ, কুর্তা বা অন্য যে কোনো পোশাকের সঙ্গে। তবে হিজাব পরার আগে অবশ্যই লম্বা হাতা বা থ্রি কোয়ার্টার হাতার পোশাক বেছে নিতে হবে।

হিজাবের সঙ্গে ছোট হাতার পোশাক একদমই বেমানান। স্কুল-কলেজ, নানা ধরণের সামাজিক অনুষ্ঠানসহ কর্মস্থলেও মেয়েরা অনায়াসে ব্যবহার করতে পারেন হিজাব।

পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে হিজাব পরলে খুব সুন্দর দেখায়। পরনের পোশাকটি বেশি নকশা করা বা প্রিন্টের হলে একরঙা হিজাবও পরতে পারেন।

10432085_385043098334714_363961390305299972_n3হিজাবকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে নানা ধরনের স্টাইল ব্যবহার করতে পারেন। বাজারে হিজাবের সঙ্গে পরার জন্য পাথর ও পুতির বিভিন্ন ডিজাইন করা ব্রোজ পাওয়া যায়।

চকচকে রঙের ব্রোজগুলোর ব্যবহার আপনাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। এছাড়া হিজাবের সঙ্গে মানানসই নানা পাথরের গহনাও এখন বাজারে পাওয়া যাচ্ছে।

 বর্তমানে মুসলমানদের মধ্যে বিয়ের কনের সাজেও স্বগর্বে স্থান করে নিয়েছে হিজাব। জমকালো সাজকে সবার কাছে আরও বেশি গ্রহণযোগ্য করতে হিজাবকে অনেকেই বেছে নিচ্ছেন।

কোথায় পাবেনঃ ঢাকার বসুন্ধরা সিটি,যমুনা ফিউচার পার্ক, নিউ মার্কেট, পিঙ্ক সিটি, এমনকি আপনার হাতের কাছে যে কোন বিপনি বিতানে।

চট্টগ্রামে মিমি সুপার মার্কেট, সেণ্ট্রাল প্লাজা, আফমি প্লাজা, মতি কমপ্লেক্সসহ প্রায় সব শপিংমলেই পাবেন আপনার পছন্দসই হিজাব ।

বাজারে কটন, লেস, জর্জেট ও সাটিনসহ নানা ধরনের কাপড়ের হিজাব পাওয়া যায়। কাপড়ের মান ও নকশার উপর ভিত্তি করে হিজাবগুলো পাবেন ১০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত।

আপনি চাইলে ঘরে বসেই বিভিন্ন অনলাইন সপগুলো থেকে আপনার হিজাবটি কিনে নিতে পারেন। তাই খুব সহজেই বেছে নিতে পারবেন সাধ্যের মধ্যে পছন্দের হিজাবটি।

 

প্রতিক্ষণ/এডি/তাজিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G