মহান ৭ ই মার্চ পালিত পবিপ্রবিতে

প্রথম প্রকাশঃ মার্চ ৭, ২০১৫ সময়ঃ ৫:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১২ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি প্রতিক্ষণ ডটকম:

20150307044944_PSTU chatroleague 1পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান ৭ ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন , ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহন করে।
সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, নীল দল  সহ বিভিন্ন সংগঠন।
পরে  সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোঃ শামছুদ্দীন, রেজিস্ট্রার প্রফেসর ড মোঃ সুলতান মাহমুদ, প্রক্টর প্রফেসর ড মোহাম্মদ আলী, প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আনিসুজ্জামান আনিস, সাধারণ সম্পাদক মোঃ রায়হান আহমেদ রিমন , বিভিন্ন সেমিস্টারের ছাত্র-ছাত্রী বৃন্দ, কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ প্রমুখ।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোঃ শামছুদ্দীন বলেন, “ আজ মহান ৭ ই মার্চ, ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্সের মাঠে জ্বালাময়ী ভাষণে বাঙ্গালী জাতির বিজয় হয়েছিল”
এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রায়হান আহমেদ রিমন বলেন, “ আজ বাঙ্গালী জাতির জন্য ঐতিহাসিক একটি দিন , বাংলাদেশের মুক্তির ঘোষণা মুলত এই দিনেই দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , রেসকোর্স ময়দানের সেই ১৯ মিনিটের বক্তব্যে পাকিস্তানি শাসকদের পরাজয় নিশ্চিত হয়েছিল।
দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ হতে একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।
প্রতিক্ষণ/এডি/আসাদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G