মাগুরায় প্রশ্নপত্র আপলোড ও ওএমআর স্ক্যান প্রশিক্ষন কর্মশালা 

প্রকাশঃ অক্টোবর ১২, ২০২০ সময়ঃ ৩:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৭ অপরাহ্ণ

মোঃ ইউনুস আলী মাগুরা প্রতিনিধি

মাগুরায় প্রশ্নপত্র আপলোড ও ওএমআর স্ক্যান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের আয়োজনে স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে আজ সোমবার সকাল ১১ টার সময় (১২ই অক্টোবর)
প্রশ্ন ব্যাংকে প্রশ্ন আপলোড , কেন্দ্র থেকে OMR স্ক্যান করে অনলাইনে ডাটা প্রেরণ এবং OMR স্ক্যানার ক্রয়ের অনুদানের চেক হস্তান্তর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন স্কুল কলেজ থেকে ১৯৩ জন প্রশিক্ষণার্থী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিথি ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ।
প্রফেসর ডক্টর মোল্লা আমির হোসেন, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, পরীক্ষা নিয়ন্ত্রক ও পরিচালক (প্রশ্ন ব্যাঙ্ক সেল) ,সমীর কুমার সাহা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, মাগুরা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী শামসুজ্জামান কল্লোল ,মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ, অধ্যাপক দেবব্রত ঘোষ , জেলা শিক্ষা অফিসার রনজিত কুমার মজুমদার,আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, জিকে আইডিয়াল ডিগ্রি অধ্যক্ষ আনোয়ার হোসেনসহ বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত শিক্ষক ও অধ্যক্ষবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দশটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্ক্যানার ক্রয় বাবদ ৩০ হাজার টাকা অনুদানের চেক হস্তান্তর করেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G