মাগুরায় মুজিববর্ষ উপলক্ষে যুবলীগের কোরআন খতম ও পতাকা উত্তোলন

প্রকাশঃ মার্চ ১৭, ২০২০ সময়ঃ ৫:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৪ অপরাহ্ণ

মাগুরাপ্রতিনিধি

আজ ১৭ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে একশত হাফেজের মাধ্যমে কোরআন খতম, দোয়া মাহফিল এবং তাদেরকে নিয়ে একশত জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বেলা ১২ টায় শহরের সমবায় মার্কেটের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব সাইফুজ্জামান শিখর এবং দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আ.ফ.ম আবদুল ফাত্তাহ।

উক্ত দোয়া মাহফিল ও পতাকা উত্তোলন অনুষ্ঠানে আরও অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুন্সি রেজাউল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদকও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাকিব হাসান তুহিন, জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে সমবায় চত্ত্বরে জেলা যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় মাগুরা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুর রহমান ফজলু এ কর্মসূচি সম্পর্কে বলেন জাতিসত্তা বিকাশের মহানায়ক বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে আমরা ১০০ হাফেজের অংশগ্রহণে কুরআন খতমের আয়োজন এবং তাদের হাত দিয়েই ১০০ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G