মানবিকতায় ঐক্য চাই

প্রকাশঃ সেপ্টেম্বর ২৬, ২০১৭ সময়ঃ ১২:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০০ পূর্বাহ্ণ

আফজাল হোসাইন মিয়াজী :

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।
এই স্লোগান সবাই জানলেও বাস্তব জীবনে অনুশীলন করি খুব কম মানুষে। আমরা মানবিকতার চর্চা না করে রাজনীতির চর্চা করি অনেক বেশি ..
মানুষ হিসেবে আমাদের যে মানবিক গুন থাকা দরকার সেটার অনুপস্থিতি আজ খুবই লক্ষণীয়। সবকিছুতেই রাজনৈতিক ইস্যু খুঁজি, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের জন্য চাই অন্ন, পিপাসার্ত মানুষের জন্য পানি, রোগ শোকে কাতর মানুষের চিকিৎসা, আর্তমানবতার জন্য প্রয়োজন মানবিক সাহায্য।

কষ্ট তখনই লাগে যেখানে মানবিক বিপর্যয় সেখানেই পঁচা রাজনীতির সওদা করে বেড়াচ্ছি আমরা। সহযোগিতা চাচ্ছি মানুষের কাছে সেখানেও রাজনীতির গন্ধ শুঁকছি আমরা। আমরা যে কোথায় আছি….!!
রাজনীতির গুরুর উক্তি Man by nature is a political person. একজন মানুষ স্বভাবতই সত্তা। সুতরাং কে প্রকাশ্যে, কেউবা অপ্রকাশ্যে, কেউবা সুপ্ত লালন করছি।আমরা কেউ রাজনীতি থেকে পৃথক নয়। তারপরও আমরা দেখি অনেকেই অনেকে দেখলে নাক সিটকায়, এটা খুবই দুঃখজনক!!

সবার বিবেকের নিকট আমার প্রশ্ন আমাদের প্রথম পরিচয় কি?
উত্তর কি এরকম আসবে আমি উমুক মতাদর্শি…
না, নিঃসন্দেহে সবাই সমস্বরে এ কথাই বলবেন আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। কবি নজরুলকে খুব মনে পড়ছে আজ। যিনি আর্তনাদ করেছিলেন –
গাহি সাম্যের গান!
মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান।
আমাদের বুঝা উচিত ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষ হিসেবে পরিচয়টাই বড়।

রোহিঙ্গা ইস্যুতে আমরা দেখেছি বিভিন্নজন বিভিন্নভাবে রাজনৈতিক নোংরা খেলা খেলছেন। দানের ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে কোন রাজনীতি নয়!
আজকে যে শিশুটি বনে জঙ্গলে রাস্তার ধারে এখানে সেখানে পড়ে আছে সেই শিশুটি হয়তো নিজেকে মানুষ ভাবছে না …
এই বাস অযোগ্য পৃথিবীর প্রতি ধিক্কার দিচ্ছে!

সুকান্তের কবিতা মনে পড়ে গেল…
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গিকার।

আজকে রোহিঙ্গা মুসলমানদের উপর পৃথিবীর ইতিহাসের ন্যক্কারজনক হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। যারা সীমান্ত পেরিয়ে জীবন বাঁচাতে ছুটে এসেছে আমাদের দেশে তারা কোন রাজনীতি বুঝে না। তাদের প্রয়োজন খাদ্য, বস্ত্র, মাথা গোজানোর একটু চাউনি, চিকিৎসা।
আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে রোহিঙ্গা মুসলমানদের নিজ দেশে পুনর্বাসনে কুটনৈতিক সকল প্রচেষ্টার মাধ্যমে এই সংকট উত্তরণের পাশাপশি সাহায্যের হস্ত প্রসারিত করা।

পরিশেষে বলতে চাই,দানের ক্ষেত্রে রাজনীতি নাই, মানবিকতায় ঐক্য চাই।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G