মাস্ক ব্যবহার নিশ্চিতে বিশেষ ক্ষমতা পাচ্ছে পুলিশ

প্রকাশঃ মে ১৩, ২০২১ সময়ঃ ৮:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৭ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার। তাই মাস্ক ব্যবহার না করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্বাহী ক্ষমতা দেয়া হচ্ছে। ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ সংশোধন করে পুলিশকে এই ক্ষমতা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা দেখছি অনেক মানুষ বাইরে যাচ্ছে। শতভাগ মাস্ক পরার বিষয়টি হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা হচ্ছে, অবশ্যই শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে হবে। জেলা শহর, সিটি করপোরেশন, পৌরসভাসহ যেসব স্থানে জনসমাগম বেশি হয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে- এই কানেকটিভিটির জায়গাগুলোতে আমাদের শতভাগ মাস্ক পরানোর চিন্তা-ভাবনা রয়েছে।’

‘পরিকল্পনা আছে আমাদের যে আইনটি (সংক্রামক রোগ-প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল-আইন, ২০১৮) আছে সেখানে কিছু সংশোধনী এনে পুলিশকে নির্বাহী ক্ষমতা দিয়ে কিছু কাজ করা যায় কিনা- আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। কারণ আমরা তো এভাবে দীর্ঘদিন বন্ধ রাখতে পারি না।’

আইনটি কবে নাগাদ সংশোধন করা হবে- জানতে চাইলে ফরহাদ হোসেন বলেন, ‘রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সংশোধন হয়ে যাবে। সচিব কমিটিতে যাবে। দ্রুত সংশোধনের চিন্তা-ভাবনা চলছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা করতে হবে। কর্মকাণ্ডও চালিয়ে নিতে হবে, আবার মাস্কও পরতে হবে। শতভাগ মাস্ক পরানো নিশ্চিত করা আমাদের লক্ষ্য।’

প্রতিমন্ত্রী বলেন, ‘কয়েকটি মোবাইল কোর্ট করে তো এটা সম্ভব নয়। প্রতিটা জায়গায় মানুষকে সতর্ক করতে হবে। আপনি মাস্ক পরেননি, আপনি মাস্ক পরেন, তারপর হাঁটেন- এই কথাটা বলার জন্য প্রতিটি জায়গায় আমাদের লোকজন থাকতে হবে।’

ফরহাদ হোসেন বলেন, ‘কিছু সংখ্যক লোক মাস্ক পরছে না, তারা ভুল করছে। তারাই আক্রান্ত হবে। কান্নাকাটি করবে।’

প্রতিক্ষণ/এডি/রনি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G