আ’লীগের মনোনয়ন চান অভিনেত্রী জ্যোতি

প্রকাশঃ জুন ১৮, ২০১৬ সময়ঃ ১:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

 

jotika-home

ভারতের মতো বাংলাদেশের রাজনীতিতেও শোবিজ অঙ্গনের তারকাদের আবির্ভাব বাড়ছে। এরইমধ্যে আসাদুজ্জামান নুর, তারানা হালিম, কবরিসহ অনেকেই সংসদের চৌকাঠ মাড়িয়েছেন। এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

গত ০২ মে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের মৃত্যুর পর গৌরীপুর আসনটি শূণ্য হয়। এ পরিপ্রেক্ষিতে শূণ্য আসনে এমপি পদে নির্বাচনে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছিলেন জ্যোতি।তফসিল অনুযায়ী আগামী ১৮ জুলাই গৌরীপুর শূন্য আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমণ্ডিস্থ কার্যালয়ে মনোনয়নপত্রও জমাও দিয়েছেন তিনি। কিন্তু এ আসনে মনোনয়ন পান নাজিম উদ্দিন।

তবে মনোনয়নপত্র না পেয়ে একেবারেই হতাশ হননি জ্যোতি। বরং রাজনীতিতে সক্রিয় হওয়ার আরো বেশি অনুপ্রেরণা পেয়েছেন তিনি। জ্যোতি বলেন, অনেকেই ভাবছেন মনোনয়নপত্র না পেয়ে আমি হতাশ হয়েছি। কিন্তু ব্যাপারটা একেবারেই তেমন না। বরং আগামীতে আরো দৃঢ়ভাবে রাজনীতিতে থিতু হওয়ার অনুপ্রেরণা পেয়েছি।

যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেয়া প্রয়োজন। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করেছেন তাকে প্রার্থী করেছেন। কারণ তিনি রাজনীতিতে অনেক প্রবীণ একজন মানুষ।

তিনি বলেন, বেশ কিছু গণমাধ্যমে প্রচার করা হচ্ছে আমি নাকি হেরে গেছি! নির্বাচনই যদি না করতে পারি তবে হারলাম কেমন করে? আর সবকিছু না জেনে ভুল খবর প্রকাশ করার একজন অভিনেত্রী হিসেবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এটা আসলে আমার সাংবাদিক ভাইদের কিছুটা জানার ভুল। সত্যি কথা বলতে একে বারেই হুট করে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে শুধুমাত্র আমার এলাকাবাসীর চাপে। তারা চেয়েছিলেন বলে দিয়েছি।

উল্লেখ্য, টেলিভিশন ও চলচ্চিত্রে সমানতালে অভিনয় করে দর্শকনন্দিত হয়েছেন জ্যোতি। পাশাপাশি বিগত দিনে বিভিন্ন সামাজিক আন্দোলনেও সোচ্চার ছিলেন তিনি। যুদ্ধাপরাধীদের বিচারে সৃষ্ট আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। 

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G