রাবি শিক্ষক সমিতির মানববন্ধন

প্রথম প্রকাশঃ জুন ২৮, ২০১৫ সময়ঃ ৮:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৩ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি :

ru human chain news 28.06.15 (2)প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনঃনির্ধারনের জোরালো দাবি জানান।

মানবন্ধনে বক্তারা বলেন,  অষ্টম জাতীয় বেতন স্কেলের মাধ্যমে শিক্ষকদের অসম্মান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের ন্যায্য বেতন পাচ্ছে না।

শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল হাসান রঞ্জু নেতৃত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদলের সঞ্চালনায় মানববন্ধনে সমিতির সহ-সাধারণ সম্পাদক শাতিল সিরাজসহ প্রায় দেড়শ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

এর আগে অষ্টম জাতীয় বেতন স্কেল পুনঃনির্ধারণের দাবিতে রাবিসহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নানা আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G