রাবিতে চৈত্র সংক্রান্তি উৎসব

প্রথম প্রকাশঃ এপ্রিল ১৩, ২০১৫ সময়ঃ ২:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৩ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি

RU 13-04-15 (4)(1)বাংলাবর্ষের শেষ মাস চৈত্র। বাংলাবর্ষ-১৪২১ কে বিদায় দিতে প্রতি বছরের ন্যায় এবারও ‘চৈত্র সংক্রান্তি’ উৎসবের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগ।

সোমবার বিকাল থেকে শুরু হবে ‘চৈত্র সংক্রান্তি-১৪২১’ উৎসব।

উৎসব বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মশিউর রহমান সজল বলেন, নৃবিজ্ঞান বিভাগ সবসময় একটু ব্যতিক্রম কিছু করার চেষ্টা করে। চৈত্র সংক্রান্তি উৎসব তারই একটি অংশ। সবাই যখন নববর্ষকে বরণ করতে ব্যস্ত, তখন আমরা ‘চৈত্র সংক্রান্তি’র আয়োজন করেছি। সাথে পয়লা বৈশাখ উদযাপন তো আছেই।

চৈত্র সংক্রান্তি উৎসবে ১৪২১ কে বিদায় দিয়ে শিক্ষার্থীরা মেতে উঠবে প্রাণের উল্লাসে। জানাবে পুরাতনকে বিদায় আর নিবে নতুন বছরকে বরণের মানসিক প্রস্তুতি।

প্রতিক্ষণ/রিন্টু/তপু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G