রাবিতে নবীণদের বরণ করল বিএফডিএফ

প্রথম প্রকাশঃ এপ্রিল ১২, ২০১৫ সময়ঃ ৮:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৭ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি

indexরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন বিএফডিএফ (বিজনেস স্ট্যাডিস ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম)।

রবিবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

আল-আমিন হোসেনের সঞ্চালনায় এবং বিএফডিএফ’র সভাপতি নাফিউল হক জিসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন, বিএফডিএফ’র উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক শাহ্ আজম শান্তনু, অধ্যাপক ড. রুকসানা বেগম প্রমুখ।

নতুনদের উদ্দেশে উপাচার্য প্রফেসর মিজানউদ্দিন বলেন, লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কর্মকান্ডের মাধ্যমে একজন মেধাবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। বিএফডিএফ এক্ষেত্রে পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে। সবসময় এ সংগঠনের জন্য শুভকামনা করি।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G