শবরিমালা মন্দিরে দুই নারী প্রবেশের ঘটনায় রাজ্যজুড়ে সহিংসতা

প্রকাশঃ জানুয়ারি ৪, ২০১৯ সময়ঃ ৪:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৬ অপরাহ্ণ

ভারতের কেরালায় শবরিমালা মন্দিরে দুই নারী প্রবেশের ঘটনায় রাজ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় এ যাবৎ ৭৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।

গত বুধবার ভোররাতে বিন্দু ও কনকদুর্গা নামে দুই নারী ধর্মীয় নিষেধ সত্ত্বেও শবরিমালা মন্দিরে প্রবেশ করলে প্রতিবাদে ফেটে পড়ে কেরালার বিভিন্ন অঞ্চলের হিন্দুত্ববাদী মানুষ। রণক্ষেত্রে রূপ নেয় তিরুঅন্তপুরমসহ অনেক এলাকা।

এদিকে, ঐ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার একাধিক হিন্দু গোষ্ঠী হরতাল ও বিক্ষোভের ডাক দিলে রাস্তায় বোমা ও লাঠি নিয়ে নেমে পড়ে তাদের সমর্থকরা। তারই সূত্র ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়ে।

শবরিমালা কর্মসমিতি ও আন্তরাষ্ট্র হিন্দু পরিষদের নেতৃত্বে গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় অনেক দোকানপাট। সে সময় ছবি তুলতে গিয়ে বিক্ষোভকারী বিজেপি কর্মীদের হাতে হামলার শিকার হন নারী চিত্রসাংবাদিক সাজিলা আলি ফাতিমা।

বিক্ষোভকারীরা কোঝিকোড়, কান্নুর, মালাপুরম, পালাকাড ও তিরুঅনন্তপুরম এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারতে থাকে তারা, পরিস্থিতি সামলাতে শেষমেশ বাধ্য হয়ে জলকামান ও লাঠিচার্জ করে পুলিশ।

ঐ সব সহিংসতায় রাজ্যজুড়ে প্রায় ৩০ পুলিশকর্মী আহত হন। হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয় ৭৫০ জনকে। বিক্ষোভকারীদের মোবাইল বাজেয়াপ্ত করে ডিজিটাল পরীক্ষার জন্য এরই মাঝে সংশ্লিষ্ট তদন্ত বিভাগে পাঠানো হয়েছে।

চলমান এ বিক্ষোভ ঠেকাতে অপারেশন ব্রোকেন উইন্ডো নামে একটি বিশেষ অভিযানও পরিচালনা করছে পুলিশ। ছবিসহ সহিংসতায় মদদদাতাদের একটি তালিকাও তৈরি করা হয়েছে। এ ছাড়া হাতে নেওয়া হয়েছে সন্দেহভাজন হামলাকারীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের উদ্যোগ।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G