শিক্ষককে ঘুষি, ২ ছাত্রদল কর্মী আটক

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ৭:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৩ অপরাহ্ণ

IMG_20150211_154444জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী প্রক্টর শিকদার জুলকার নাইনকে মারধরের অভিযোগে দুই ছাত্রদলকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিকেল সোয়া ৪ টার দিকে দুই ছাত্রদল কর্মীকে আটক করা হয়।

তারা হলেন -মার্কেটিং বিভাগের ৪১ তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী রিয়াদ ও তার সহযোগী সনেট।

প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন এবং প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের দায়ে অভিযুক্ত রিয়াদকে গ্রেফতার করতে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও আশুলিয়া থানা পুলিশ ব্যবসায় শিক্ষা অনুষদে যায়। এসময় সহকারী প্রক্টর শিকদার জুলকারনাইন অভিযুক্ত রিয়াদকে নিয়ে অনুষদের বাইরে আসছিলেন।

হঠাৎ রিয়াদ ঘুরে শিকদার জুলকারনাইনের নাকে ঘুষি মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রিয়াদের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি ও মারামারিতে অংশ নেয় মার্কেটিং বিভাগেরই সনেট, সুমন ও বিবিএ অনুষদের আরো কয়েকজন। এরপর প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যদের সহায়তায় অভিযুক্ত রিয়াদ ও সনেটকে পুলিশের ভ্যানে উঠিয়ে আশুলিয়া থানায় নিয়ে যায়।

আটকের বিষয়টি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার ব্যাপারে আক্রান্ত শিক্ষক শিকদার জুলকারনাইন প্রতিক্ষণকে বলেন, অভিযুক্ত রিয়াদকে পুলিশের হাত তুলে দিতে আমরা বিবিএ ফ্যাকাল্টিতে যাই। এসময় উপস্থিত উত্তেজিত ছাত্রলীগ কর্মীদের হাত থেকে রিয়াদকে নিরাপদ রাখতেই আমি পাশে থাকি। আর সেই রিয়াদই পিছন ফিরে আমাকে ঘুষি দেয়।

এদিকে এ শিক্ষককে মারধরের ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানায় আল বেরুনী হল শাখা ছাত্রলীগ সভাপতি শিশির ও সাধারণ সম্পাদক উজ্জ্বল।

বিকাল সাড়ে পাঁচটায় উপাচার্য প্রক্টরিয়াল বডি, মার্কেটিং বিভাগের শিক্ষক ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় বসেন। এখানে উপাচার্য শিক্ষককে ঘুষি মারা ছাত্রদল কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন বলে প্রতিশ্রুতি দেন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার বলেন, ঘটনার সঙ্গে জড়িত সকল দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে  যাতে আর কেউ এমন কাজ করার সাহস না পায়।

প্রতিক্ষণ /এডি/এমআইআর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G