শিক্ষকদের পুনরায় কর্মবিরতি পালন

প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ৮, ২০১৫ সময়ঃ ৪:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৩ অপরাহ্ণ

চবি প্রতিনিধি

c.u৮ম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়ন এবং স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর আহবানে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ন্যায় হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) শিক্ষক সমিতির আজ পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে।আজ সকাল ১১ টায় বঙ্গবন্ধু চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী ড.কাজী এস এম খসরুল ইসলাম খুদ্দসীর সজ্ঞালনায় এবং প্রফেসার ড.মোহাম্মদ আবুল মনসুর এর সভাপতিত্বে একাত্ব পোষন করে বক্তব্য রাখেন প্রফেসর ড. সুলতান আহমেদ, প্রফেসর মোঃ জাকির হোসেন, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারক, প্রফেসর ড. নাসির উদ্দিন, ড. আতিয়ার রহমান, সুকান্ত ভট্টাচায, তানভীর হায়দার আরিফ ও মাছুম আহমেদ আরো অনেকে।

চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আবুল মনছুর এবং সাধারণ সম্পাদক ড. কাজী এস. এম. খসরল আলম কুদ্দুসী এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, শিক্ষকদের প্রায় সাড়ে তিন মাসের শান্তিপূর্ণ আন্দোলন এবং ন্যায্য দাবিসমূহের প্রতি কোন গুরত্ব না দিয়ে ৮ম জাতীয় বেতন কাঠামো ঘোষণা করায় শিক্ষক সমাজ হতাশ ও ক্ষুব্ধ হয়েছে এবং পূর্ণদিবস কর্মবিরতি পালনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষক সমাজের জন্য অবমাননাকর বেতন কাঠামোর কড়া প্রতিবাদ জানিয়েছে এবং ইহা অনতিবিলম্বে পুননির্ধারণ ও স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবি জানিয়েছে।

উলেখ্য, গত প্রায় সাড়ে তিনমাস ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন নিম্মলিখিত দাবিসমূহ নিয়ে আন্দোলন করে আসছে।

নেতৃবৃন্দ আর বলেন ১০ সেপ্টেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন প্রধান পত্রিকাগুলোর সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করবে এবং ১৩ সেপ্টেম্বর আবারও পূর্ণদিবস কর্মবিরতিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ফেডারেশন এর পক্ষ থেকে সমাবেশ অনুষ্ঠিত হবে যেখানে সারা দেশ থেকে শিক্ষক সমিতি প্রতিনিধিরা বক্তব্য রাখবেন এবং উক্ত সমাবেশে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে ।

সভা শেষে থেকে শিক্ষকদের একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

উল্লেখ্য যে স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন; সিলেকশন গ্রেড অধ্যাপকদের বেতন-ভাতা জ্যৈষ্ঠ সচিবের সমতুল্য করা; অধ্যাপকদের বেতন-ভাতা সচিবের সমতুল্য করা; সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতনকাঠামো ক্রমানুসারে নির্ধারণ করা এবং প্রত্যাশিত বেতনকাঠামো অনুযায়ী ওয়ারেন্ট অব প্রিসিডেন্স-এ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পদমর্যাদা নিশ্চিত করার জন্য আন্দোলন করে আসছে।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G