সন্ধ্যা ৬ টার পর এসএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে সিদ্ধান্ত

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ১২:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

ছাত্রছাত্রীবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আবারও টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দেওয়ায় রোববার ও মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত আজ সন্ধ্যার ৬টার পর নেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

রোববার সকালে আট সাধারণ বোর্ডে ইংরেজি আবশ্যিক প্রথম পত্র; মাদ্রাসা বোর্ডে আরবি প্রথম পত্র এবং কারিগরি বোর্ডে গণিত বিষয়ের পরীক্ষা রয়েছে।

আর মঙ্গলবার আট সাধারণ বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র; মাদ্রাসা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-২ ও সামাজিক বিজ্ঞান-২ বিষয়ের পরীক্ষা রয়েছে।

এদিকে চলমান অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই শনিবার দেশব্যাপী চলছে এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।

এর আগে হরতালের কারণে গত বুধবারের পরীক্ষা দুটি পিছিয়ে শনিবার দিন নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়।

প্রতিক্ষণ/এডি/মুহিত

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G