সাংবাদিকরা জাতির বিবেক

প্রথম প্রকাশঃ জুলাই ১১, ২০১৫ সময়ঃ ১০:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৯ অপরাহ্ণ

চবি প্রতিবেদক

ctg‘সাংবাদিকরা জাতির অভিভাবক’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতারা শনিবার দুপুরে উপাচার্যের প্রশাসনিক ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় এ মন্তব্য করেন তিনি। উপাচার্য বলেন, ‘সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজের অনেক বৈষম্য তুলে ধরেন। সংবাদ প্রকাশে সবসময় সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। একটি বস্তুনিষ্ঠ সত্য সংবাদ, সমাজের অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। তাই সাংবাদিকরা পেশাদারিত্বের মাধ্যমে দেশের চলমান উন্নয়নকে আরও বেগবান করতে সচেষ্ট হবেন।’

এ সময় উপস্থিত ছিলেন, চবি প্রেস ক্লাবের সভাপতি পলাশ দে, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কিংশুক পার্থ, সিনিয়র সদস্য সানজিদা জিনিয়া, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান, সদস্য রকিব কামাল, ফরহাদ হোসেন প্রমুখ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G