ফেসবুকে ভাইরাল হিরো আলমের সাক্ষাৎকার

প্রথম প্রকাশঃ আগস্ট ১, ২০১৬ সময়ঃ ৬:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৭ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্কঃ

Hero Alom

এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে দেশের সবচেয়ে আলোচিত হিরো আলমের একটি ফানি সাক্ষাৎকার ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। একুশে টেলিভিশনের সাংবাদিক, অভিনেতা ও উপস্থাপক সৌরভ ইমাম এই সাক্ষাৎকারটি নিয়েছেন।

সৌরভ তাঁর ফেসবুক আইডিতে (Saurov imam) এই ভিডিওটি আপলোড করার পর ভাইরাল হয়ে যায়। বাংলাদেশে ফেসবুকের সবচেয়ে জনপ্রিয় পেইজ রেডিও মুন্নাতে শেয়ার দেয়ার পর দুই দিনে প্রায় পাঁচ লক্ষাধিক ইউজার ভিডিওটি দেখে। সাত হাজারের বেশী ইউজার শেয়ার দিয়েছে এই ফানি সাক্ষাৎকারটি।

এই ব্যাপারে উপস্থাপক সৌরভ জানান, হিরো আলম এই মুহুর্তে সবচেয়ে আলোচিত নাম। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকসহ একাধিক ক্রিকেটার তাকে ফেসবুকে আলোচনা করেছে। হিরো আলমের সাথে ছবি তুলে তাদের ফেসবুকে পোস্ট দেয়ার পর ব্যাপক আলোচিত হয়। এছাড়া মানুষেরও তাকে নিয়ে ব্যাপক আগ্রহ আছে। সেই দিকটি চিন্তা করেই আমি শুধু মজা করার জন্য ভিডিওটি ধারন করি।

Hero 2

কিন্তু মানুষ এত আগ্রহ দেখাবে তা চিন্তায় ছিলনা। গত কয়েকদিন যেখানেই যাই, মানুষ শুধু আমাকে হিরো আলম নিয়েই প্রশ্ন করে। এর আগে টিভিতে অভিনয় করেছি, উপস্থাপনা করেছি। এছাড়া দীর্ঘদিন টিভিতে রিপোর্টিং করছি। মানুষ আগে আমাকে বলতো আপনাকে টিভিতে দেখেছি, এখন ফেসবুক আর ইউটিউবের কল্যান বলে আপনাকে ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখি।

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক নিলয় সোবহান তার ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার দিয়ে লিখেছেন “ এই ইন্টারভিউতে হিরো আলমের খুবই সাজানো ও প্রাণবন্ত নায়কসুলভ অভিব্যাক্তি প্রকাশ পেয়েছে। সীমিত পরিসরে তিনি যে প্রজ্ঞা, সহজ প্রত্যয়, দূরদৃষ্টির সমন্বয় ঘটিয়েছেন তাতে তাৎপর্যপূর্ন বিশ্লেষনাত্মক দৃষ্টিতে আলোচনার সুযোগ রয়েছে। ”

এছাড়া সিরাজুল ইসলাম নামে একজন লিখেছেন এর আগে হিরো আলমের ভিডিওগুলো ছিল বিরক্তিকর। কিন্তু এই সাক্ষাৎকারে ব্যাপক বিনোদন ছিলো। জিসান আহমেদ লিখেছেন, উপস্থাপনাটি ছিল দারুন। তবে, ফারিয়া হক নামের একজনের মন্তব্য ছিল হিরো আলমকে নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে।

 

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G