সোমবার ঢাবিতে ছাত্র ধর্মঘট

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৫:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৬ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

40_Avijit+Roy_Murder_260215_0005‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের হত্যার প্রতিবাদে আগামী ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। একই সঙ্গে সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ও কালোব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা দিয়েছে জোটটি।

শনিবার দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনে প্রগতিশীল ছাত্রজোটের সমন্ময়ক ও ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক বিফ্রিংয়ে এ ঘোষণা দেন।

কর্মসূচি ঘোষণা করে তিনি আরো বলেন, ‘অভিজিৎ হত্যার প্রতিবাদে রোববার সকাল থেকে কালোব্যাজ ধারণ ও বিক্ষোভ কর্মসূচি পালন, ৩ মার্চ শাহবাগে ছাত্রশিক্ষক ব্যানারে গণসংহতি সমাবেশ এবং ৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে।’

হাসান তারেক আরো বলেন, ‘ব্লগার অভিজিৎ হত্যার মাধ্যমে মুক্তচিন্তার চরমভাবে আঘাত করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীসহ সকলেই এখন হুমকির সম্মুখীন। হত্যাকারীদের গ্রেফতার করতে না পারা পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম ব্যর্থতার প্রকাশ পেয়েছে।’

এসময় আরো উপস্থিত ছিলেন; ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকি আক্তার ও ছাত্রফ্রন্টের সভাপতি রাশেদ শাহরিয়ার প্রমুখ।

 

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G