হত্যা মামলার সাক্ষী টিয়া পাখি!

প্রকাশঃ জুন ২৮, ২০১৬ সময়ঃ ১:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

parrot_orange-bellied_MeruNP_MGraham_2013_03টিয়া পাখির খ্যাতি রয়েছে মানুষের বুলি দারুণভাবে অনুকরণের। এই গুণটির জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হত্যা মামলায় সাক্ষী হওয়ার সম্ভাবনা আছে একটি টিয়া পাখির।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে নিউওয়েগো কাউন্টির এক হত্যা মামলায় পোষা এক আফ্রিকান বাদামি টিয়াপাখিকে সাক্ষী করার কথা ভাবছেন সরকারি আইনজীবী।

মিশিগান অঙ্গরাজ্যের বাসিন্দা মার্টিন ডারহ্যাম হত্যার জন্য তাঁর স্ত্রী গ্লেনা ডারহ্যামকে (৪৮) অভিযুক্ত করা হয়। ২০১৫ সালে ওই হত্যাকাণ্ড ঘটে। ঐ সময় বাড নামের আফ্রিকান বাদামি টিয়াপাখিটি পুষতেন ওই দম্পতি।

মার্টিনের স্বজনদের দাবি, ওই দম্পতির পোষা আফ্রিকান বাদামি টিয়াপাখির সাক্ষ্য নিলে শেষ সময়ে তাঁদের মধ্যকার কথাবার্তা সম্পর্কে জানা যাবে।

বাড নামের টিয়াপাখিটি বর্তমানে মার্টিনের সাবেক স্ত্রী ক্রিস্টিনা কেলারের তত্ত্বাবধানে আছে। তিনি দাবি করেন, বাড বারবার ইংরেজিতে ‘ডোন্ট শুট’ কথাটি বলে। মার্টিনের মা-বাবাও ক্রিস্টিনার দাবির সঙ্গে একমত।

মার্টিনের মায়ের দাবি, টিয়া পাখিটি যা শোনে তাই বলতে থাকে। এর মুখ যেন লাগামহীন।

টিয়া পাখিকে সাক্ষী করার বিষয়টি ভেবে দেখা প্রয়োজন বলে জানান নিউওয়েগো কাউন্টির সরকারি আইনজীবী বরার্ট স্প্রিংস্টেড। তিনি বলেন, টিয়া পাখির বুলি থেকে নেওয়া তথ্য কতটা নির্ভরযোগ্য হবে, তা ভেবে দেখা হচ্ছে।

জানা গেছে, স্বামী মার্টিন ডারহ্যামকে ৫ বার গুলি করেন গ্লেনা। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তবে গ্লেনা ডারহ্যামের আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয়।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G