হাবিপ্রবির শিক্ষক ফোরামের সংবাদ সম্মেলন

প্রথম প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৫ সময়ঃ ৯:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৩ অপরাহ্ণ

হাবিপ্রবি প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:

habiprobiহাজী  মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে অতর্কিত সন্ত্রাসী হামলা ও দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করেছেন প্রগতিশীল শিক্ষক ফোরাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারন সম্পাদক প্রফেসর ড. বলরাম রায়।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বহিস্কৃত ছাত্র অরুন কান্তি রায়, এসএম জাহিদ হাসান ও ইফতেখারুল ইসলাম রিয়েলের নেতৃত্বে ৩টি মাইক্রোবাসযোগে কিছু দুস্কৃতকারী সশস্ত্র অবস্থায় ক্যাম্পাসে প্রবেশ করে। তারা কমান্ডো স্টাইলে ক্যাম্পাসের বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পর মুখোশ পরে গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করে।

এ সময় তারা শিক্ষক ও শিক্ষার্থীদের উপর এলোপাথারী হামলা চালায়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ও সাধারণ ছাত্রদের প্রতিরোধের মুখে কয়েকজন লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কিছু বহিস্কৃত ছাত্র আহত হয়।পরবর্তীত দু’জন মারা যায়।

তিনি বলেন, এই ধরনের অনভিপ্রেত ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা প্রগতিশীল শিক্ষক ফোরাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আনিস খান, প্রফেসর ড. এ টি এম শফিকুল ইসলাম, প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান, প্রফেসর ডা. মো. ফজলুল হক প্রমূখ।

প্রতিক্ষণ/এডি/রুবেল/আরেফিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G