৪ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র

প্রকাশঃ জুন ৬, ২০১৬ সময়ঃ ৬:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

khaleda brifing_57768

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০৫ জনের বিরুদ্ধে নাশকতার ৪টি মামলায় অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দারুস সালাম থানার চার মামলায় পৃথক চার তদন্ত কর্মকর্তা এ অভিযোগপত্র দাখিল করেন। চারটি মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি ও পলাতক দেখানো হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির প্রেস সচিব মারুফ কামাল খান, আমান উল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, সাইফুল আলম নীরব, সৈয়দা আশিয়া আশরাফি পাপিয়া, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা (জিআরও) জাহাঙ্গীর হোসেন বলেন, চারটি মামলায় সবাই একই ধরনের আসামি। মামলাগুলো আগামী ১৭ জুলাই উপস্থাপনের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। খালেদা জিয়াকে এসব মামলায় হুকুমের আসামি করা হয়েছে।

একটি মামলার নথি হতে জানা যায়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি দারুস সালাম থানাধীন এ্যাপেক্স শোরুমের সামনে অজ্ঞাত ব্যক্তিরা গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় একই থানার এসআই (উপপরিদর্শক) আবদুর রাজ্জাক বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় এসআই (উপপরিদর্শক) রায়হানুজ্জামান ৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অন্য মামলা থেকে জানা যায়, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি দারুস সালাম থানাধীন দিয়াবাড়ী কবিরের ঝুটের ঘরের অপর পাশে বালুর মাঠসংলগ্ন অজ্ঞাত ব্যক্তিরা গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ও নাশকতা ঘটান। এ ঘটনায় একই থানার এসআই (উপপরিদর্শক) কামরুল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২১ জনকে অভিযুক্ত করে এসআই রায়হানুজ্জামান অভিযোগপত্র দাখিল করেন।

এছাড়া ২০১৫ সালের ৬ জানুয়ারি দারুস সালাম থানাধীন শাহ আলী মাজার রোডের জমিদারবাড়ির পার্শ্ববর্তী এবি ব্যাংকের এটিএম বুথের সামনে অজ্ঞাত ব্যক্তিরা গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা সৃষ্টি করেন। এ ঘটনায় এসআই কামরুল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় ২৪ জনকে অভিযুক্ত করে এসআই রায়হানুজ্জামান অভিযোগ দাখিল করেন।

সর্বশেষ মামলাটি, ২০১৫ সালের ২৯ জানুয়ারি দারুস সালাম থানাধীন মিরপুর ১ নং মুক্তি প্লাজার পূর্বপাশের রাস্তার ওপর অজ্ঞাত ব্যক্তিরা গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করেন। পরে এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন মামলাটি করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই জুবায়ের হোসেন এ ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এ ছাড়া একই থানার আরো ছয় মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G