ছক্কা মেরেই ক্রিকেটারের মৃত্যু!

প্রথম প্রকাশঃ জুন ৩০, ২০২৫ সময়ঃ ৬:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৫ অপরাহ্ণ

ছক্কার পরেই নিস্তব্ধতা—পাঞ্জাবে খেলতে গিয়ে প্রাণ হারালেন ভারতীয় ক্রিকেটার। একটি মুহূর্ত আগে ব্যাটে বলের ঝলক, পরের মুহূর্তেই স্তব্ধতা—এভাবেই জীবনের গল্প শেষ হয়ে গেল ভারতের এক স্থানীয় ক্রিকেটারের। পাঞ্জাবের ফিরোজপুরে আয়োজিত এক টুর্নামেন্টে খেলতে নেমে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েন হরজিত সিং নামের ৩৮ বছর বয়সী এক ক্রিকেটার।

ম্যাচ চলাকালীন এক চমৎকার ছক্কা হাঁকান হরজিত। তারপর সতীর্থের সঙ্গে কিছু কথা বলতে এগিয়ে যান উইকেটের মাঝামাঝি। আচমকাই সেখানে হাঁটু গেড়ে বসে পড়েন, এরপর অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। উপস্থিত খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে ছুটে এসে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কোনো কিছুতেই তাকে বাঁচানো যায়নি। মাঠেই থেমে যায় তার জীবনের ইনিংস।

ফিরোজপুরের ডিএভি স্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টটিতে হরজিত স্থানীয়ভাবে বেশ পরিচিত মুখ ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকাবাসী ও ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগেও এমন ঘটনা ঘটেছে। ২০২৪ সালে মুম্বাইয়ের ক্রিকেটার গণেশ তেওয়ার মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাকেও দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

এমন হৃদয়বিদারক ঘটনা আবারও প্রমাণ করে, খেলার উত্তেজনার আড়ালে লুকিয়ে থাকতে পারে জীবনের চরম অনিশ্চয়তা।

————–

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G